কলকাতা, 10 জুন : "এবার রাজ্যের যেকোন প্রান্ত থেকে রেশন তুলতে পারবেন গ্রাহকরা । তার জন্যই এবার বিশেষ প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দফতর । পাশাপাশি এবার রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে ৷" বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে একথা জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) ।
এদিন খাদ্য ভবনে মন্ত্রী বলেন, "খাদ্য দফতরের লক্ষ্য আগামী আগস্ট মাসের মধ্যে সমস্ত রেশন কার্ডে আধার সংযুক্তিকরণের কাজ শেষ হবে । খাদ্য দফতরের ওয়েবসাইটের পোর্টালে ই-রেশন কার্ডেরও একটি প্রক্রিয়া শুরু করছে খাদ্য দফতর ৷"
খাদ্য দফতরের পোর্টালে রেশনের জন্য আবেদন করলে তার অনুমোদন এসে গেলেই তা দেখিয়ে রেশন তুলতে পারবেন গ্রহাকরা । সরলীকরণে খাদ্য দফতর তৈরি করছে নতুন অ্যাপ ৷ এছাড়াও কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে পরিবর্তন হচ্ছে রেশন গ্রহকদের আবেদনপত্রও ৷ এনিয়ে কমিটি তৈরি হয়েছে ৷ কমিটি সিদ্ধান্ত নেবে কারা পাবে ভর্তুকিযুক্ত রেশন । বর্তমান পরিস্থিতিতে অনেকের রোজগার কমেছে । সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশে হতে চলেছে এই পরিবর্তন ।
আরও পড়ুন : কথা রাখলেন মমতা, কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বেড়ে হল 10 হাজার