ETV Bharat / state

মোহনবাগানের ফ্রান গঞ্জালেস এবছর সুনীলদের বেঙ্গালুরুতে - kolkata news

গত মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম কাণ্ডারি অভিযোগ করেছিলেন তিনি চুক্তি বিতর্কের শিকার । স্প্যানিশ মিডফিল্ডারের অভিযোগ আরও একবছরের চুক্তি রয়েছে । সেই ব্যাপারে একাধিকবার জিজ্ঞাসা করার পরেও কোনও উত্তর মোহনবাগান কর্তারা দেননি । শেষ পর্যন্ত বেঙ্গালুরু FC-র হয়ে খেলার সুযোগ পেয়ে খুশি ।

Fran Gonzales of Mohun Bagan is in Bangalore FC this year
মোহনবাগানের ফ্রান গঞ্জালেস এবছর সুনীলদের বেঙ্গালুরুতে
author img

By

Published : Oct 20, 2020, 11:01 PM IST

কলকাতা, 20 অক্টোবর : নতুন মরশুমে বেঙ্গালুরু FC-র জার্সিতে খেলতে দেখা যাবে ফ্রান গঞ্জালেসকে । স্প্যানিশ মিডফিল্ডার নিজেই তাঁর দলবদলের কথা জানিয়েছেন । গত মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি । গোল করে এবং গোল বাঁচিয়ে তিনি প্রতিপক্ষের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন । মোহনবাগানের সঙ্গে তাঁর আরও একবছরের চুক্তি ছিল । কিন্তু ATK-র সঙ্গে গাটছড়া বেঁধে ISL-র মঞ্চে চলে যাওয়ায় ফ্রান গঞ্জালেসের সঙ্গে চুক্তির বিষয়টি আর সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি । স্প্যানিশ ফুটবলার নিজে চুক্তির বিষয়ে সবুজ মেরুন কর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরু FC-র হয়ে খেলার সুযোগ পেয়ে খুশি ।

ISL-এর চ্যালেঞ্জ সামলে দেওয়ার কথা তাঁর ইনস্টাগ্রামে । একই সঙ্গে তিনি আই লিগে খেলার সময় ভারতীয় ফুটবল প্রেমীদের সমর্থনের কথা বলেছেন তিনি । ISL-র মঞ্চে নিজেকে ফের প্রমাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন । পাশাপাশি ভারতীয় ফুটবল ভক্তদের সঙ্গে ফের দেখা হওয়ার খুশি রয়েছে ফ্রান গঞ্জালেসের নিজের সোশাল মিডিয়ার বক্তব্যে ।

গত মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম কাণ্ডারি অভিযোগ করেছিলেন তিনি চুক্তি বিতর্কের শিকার । স্প্যানিশ মিডফিল্ডারের অভিযোগ আরও একবছরের চুক্তি রয়েছে । সেই ব্যাপারে একাধিকবার জিজ্ঞাসা করার পরেও কোনও উত্তর মোহনবাগান কর্তারা দেননি । এমনকী আইনজীবীর চিঠি পাঠিয়েও কোনও প্রত্যুত্তর মেলেনি । তার বিরুদ্ধে বৈমাত্রেয় আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ।

এই ব্যাপারে ATK মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত কোনও উত্তর দিতে সেইসময় রাজি হননি । বলেছিলেন, নির্দিষ্ট সময়ে ক্লাব সরকারিভাবে ফ্রান গঞ্জালেসের অভিযোগের উওর দেবে । মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম নায়ক স্পেনের মিডফিল্ডারটি শুধু প্রতিপক্ষ আক্রমণ সামলানো নয়, দলের আক্রমণে অংশ নিয়ে দশটি গোল করেছিলেন । আই লিগ জয়ী মোহনবাগান দলে সমসংখ্যক গোল রয়েছে সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাদিওয়াড়ার ।

কলকাতা, 20 অক্টোবর : নতুন মরশুমে বেঙ্গালুরু FC-র জার্সিতে খেলতে দেখা যাবে ফ্রান গঞ্জালেসকে । স্প্যানিশ মিডফিল্ডার নিজেই তাঁর দলবদলের কথা জানিয়েছেন । গত মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি । গোল করে এবং গোল বাঁচিয়ে তিনি প্রতিপক্ষের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন । মোহনবাগানের সঙ্গে তাঁর আরও একবছরের চুক্তি ছিল । কিন্তু ATK-র সঙ্গে গাটছড়া বেঁধে ISL-র মঞ্চে চলে যাওয়ায় ফ্রান গঞ্জালেসের সঙ্গে চুক্তির বিষয়টি আর সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি । স্প্যানিশ ফুটবলার নিজে চুক্তির বিষয়ে সবুজ মেরুন কর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরু FC-র হয়ে খেলার সুযোগ পেয়ে খুশি ।

ISL-এর চ্যালেঞ্জ সামলে দেওয়ার কথা তাঁর ইনস্টাগ্রামে । একই সঙ্গে তিনি আই লিগে খেলার সময় ভারতীয় ফুটবল প্রেমীদের সমর্থনের কথা বলেছেন তিনি । ISL-র মঞ্চে নিজেকে ফের প্রমাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন । পাশাপাশি ভারতীয় ফুটবল ভক্তদের সঙ্গে ফের দেখা হওয়ার খুশি রয়েছে ফ্রান গঞ্জালেসের নিজের সোশাল মিডিয়ার বক্তব্যে ।

গত মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম কাণ্ডারি অভিযোগ করেছিলেন তিনি চুক্তি বিতর্কের শিকার । স্প্যানিশ মিডফিল্ডারের অভিযোগ আরও একবছরের চুক্তি রয়েছে । সেই ব্যাপারে একাধিকবার জিজ্ঞাসা করার পরেও কোনও উত্তর মোহনবাগান কর্তারা দেননি । এমনকী আইনজীবীর চিঠি পাঠিয়েও কোনও প্রত্যুত্তর মেলেনি । তার বিরুদ্ধে বৈমাত্রেয় আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ।

এই ব্যাপারে ATK মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত কোনও উত্তর দিতে সেইসময় রাজি হননি । বলেছিলেন, নির্দিষ্ট সময়ে ক্লাব সরকারিভাবে ফ্রান গঞ্জালেসের অভিযোগের উওর দেবে । মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম নায়ক স্পেনের মিডফিল্ডারটি শুধু প্রতিপক্ষ আক্রমণ সামলানো নয়, দলের আক্রমণে অংশ নিয়ে দশটি গোল করেছিলেন । আই লিগ জয়ী মোহনবাগান দলে সমসংখ্যক গোল রয়েছে সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাদিওয়াড়ার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.