কলকাতা, 5 মার্চ : শহিদ মিনারের সভা থেকে "আর নয় অন্যায়"-র বিশেষ প্রচার অভিযানের কর্মসূচি শুরু করেছিলেন অমিত শাহ । এই অভিযানকে সফল করতে 9727294294 এই নম্বরে মিসড কল দেওয়ার আবেদন করেছিলেন । জানিয়েছিলেন, যাঁরা সমর্থমন করবেন তাঁরা এই নম্বরে মিসড কল দেবেন । তাঁর এই ঘোষণার পর মাত্র 5 দিনে 5 লাখ মানুষ এই নম্বরে মিসড কল দিয়েছেন । BJP-র IT সেল প্রকাশিত একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে।
BJP-র IT সেলের রিপোর্ট অনুযায়ী, সবথেকে বেশি মিসড কল এসেছে কলকাতা পৌরনিগম এলাকা থেকে । হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, দুর্গাপুর পৌরনিগম এলাকা থেকেও মিসড কল এসেছে । কী পদ্ধতিতে "আর নয় অন্যায়"-এর মিসড কল দেওয়া হচ্ছে ? 9727294294 এই নম্বরে মিসড কল দেওয়ার পর একটি মেসেজ আসছে । তারপর অন্য একটি নম্বর থেকে ফোন করে জানানো হচ্ছে তিনি "আর নয় অন্যায়" অভিযানের সদস্য নির্বাচিত হয়েছেন ।
"আর নয় অন্যায়"-এর এই বিশেষ প্রচারের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে । একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করার পরই খুলে যাবে ওয়েবসাইটটি । সেখানে তৃণমূল পরিচালিত পৌরসভাগুলির বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে । আর এই অভিযোগগুলিকে হাতিয়ার করেই ময়দানে নামার পরিকল্পনা নিয়েছে রাজ্য BJP ।
রাজ্য BJP- এর সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "আমরা 'আর নয় অন্যায়'-এর কর্মসূচিতে লাখ লাখ মিসড কল পাচ্ছি । সাধারণ মানুষ তৃণমূল পরিচালিত পৌরসভাগুলির পরিষেবা নিয়ে ক্ষোভপ্রকাশ করছে । মানুষ বিকল্প হিসেবে BJP-কে চাইছে । তৃণমূলের কাটমানি পৌরবোর্ড চাইছে না । তাই "আর নয় অন্যায়"-র ব্যাপক সাড়া মিলছে।"