ETV Bharat / state

Firhad Hakim: আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই ঠনঠনিয়ায় জল জমা বন্ধ হবে ! 'প্রমিস' ফিরহাদের - কলকাতা

সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) আমলেও ঠনঠনিয়া কালীবাড়ির (Thanthania Kalibari) আশপাশে জল জমত, এখনও জমে ! তবে, "আজ তোমাদের মেয়র প্রতিশ্রুতি দিচ্ছে, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যাতে আর জল না জমে, আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই পৌরনিগম তা নিশ্চিত করবে ৷" কাদের উদ্দেশে একথা বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ?

Firhad Hakim promises to solve water logging problem around Thanthania Kalibari
Firhad Hakim: আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই ঠনঠনিয়ায় জল জমা বন্ধ হবে ! 'প্রমিস' ফিরহাদের
author img

By

Published : Nov 14, 2022, 9:00 PM IST

কলকাতা, 14 নভেম্বর: "সুভাষচন্দ্র বসু (Subhas Chandra Bose) যখন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মেয়র ছিলেন, তখনও ঠনঠনিয়া কালীবাড়ির (Thanthania Kalibari) চারপাশে ভারী বৃষ্টিতে জল জমত ! এখনও জমে ৷ কিন্তু, আজ তোমাদের মেয়র প্রতিশ্রুতি দিচ্ছে, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যাতে আর জল না জমে, আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই পৌরনিগম তা নিশ্চিত করবে ৷" সোমবার কচিকাঁচাদের সামনে এই প্রতিশ্রুতিই করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

এদিন ছিল শিশু দিবস ৷ সেই উপলক্ষে কলকাতা পৌরনিগমের (KMC) পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ পৌরনিগমের অধিবেশন কক্ষে বসার সুযোগ দেওয়া হয় ছোটদের ৷ তারা বিভিন্ন স্কুলে পড়ুয়া ৷ কয়েকজন বিশেষভাবে সক্ষম কিশোর-কিশোরীও এই অনুষ্ঠানে যোগ দেয় ৷ মেয়রকে সরাসরি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় তাদের ৷ এদিনের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়, 'টক টু মেয়র আঙ্কল' (Talk to Mayor Uncle) ৷

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল প্রসঙ্গে ফের বেলাগাম ফিরহাদ

এই অনুষ্ঠানে আসা খুদে দর্শক-শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে মঞ্চে ওঠেন মেয়র ৷ সেই সময় তাঁর কাছে একটি কাগজে বাচ্চাদের প্রশ্নমালা লিখে পাঠানো হয় ৷ তার মধ্য়ে জল জমার সমস্য়া নিয়েও প্রশ্ন করে ছাত্রছাত্রীরা ৷ এই সমস্যা যে রয়েছে, তা নির্দ্বিধায় স্বীকার করে নেন মেয়র ৷ সেইসঙ্গে, এই প্রশ্নের প্রেক্ষিতে বাচ্চাদের একটি 'গল্প' শোনান ফিরহাদ ৷ বলেন, "সুভাষচন্দ্র বসু যখন মেয়র ছিলেন, সেই সময়েই একদিন প্রবল বৃষ্টি শুরু হয় ৷ সুভাষচন্দ্র নিজের অফিসে আসেন এবং জানতে পারেন, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে এক কোমর জল জমে গিয়েছে ৷ একথা শুনে বর্ষাতি গায়ে চাপিয়ে হাঁটা শুরু করেন সুভাষ ৷ তাঁর পিছনে পিছনে রাস্তায় নামেন ইঞ্জিনিয়র, আধিকারিকরাও ৷ ঠনঠনিয়ায় পৌঁছে সুভাষচন্দ্র দেখেন, সত্যিই সেখানে জল জমেছে ৷ তারপর বহু বছর কেটে গিয়েছে ৷ এখনও ঠনঠনিয়া কালীবাড়ির সামনে জল জমে ৷ কিন্তু, আজ তোমাদের মেয়র প্রতিশ্রুতি দিচ্ছে, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যাতে আর জল না জমে, আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই পৌরনিগম তা নিশ্চিত করবে ৷"

মেয়রের প্রতিশ্রুতি !

মেয়রের মুখে এমন মন্তব্য শুনেই সকলে হাততালি দিয়ে ওঠেন ৷ প্রসঙ্গত, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে জল জমার সমস্যা যে নতুন নয়, তা কলকাতাবাসীও জানে ৷ কিন্তু, যে সমস্য়া এত দিনেও মেটেনি, তার কি সত্যিই আগামী কয়েক বছরের মধ্যে সমাধান করা সম্ভব ? এর উত্তর দেবে সময় ৷ তবে, এদিনের অনুষ্ঠানে মেয়র আঙ্কলকে নাগালে পেয়ে, তাঁকে প্রশ্ন করতে পেরে খুশি শহরের ভাবী নাগরিকরা ৷

কলকাতা, 14 নভেম্বর: "সুভাষচন্দ্র বসু (Subhas Chandra Bose) যখন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মেয়র ছিলেন, তখনও ঠনঠনিয়া কালীবাড়ির (Thanthania Kalibari) চারপাশে ভারী বৃষ্টিতে জল জমত ! এখনও জমে ৷ কিন্তু, আজ তোমাদের মেয়র প্রতিশ্রুতি দিচ্ছে, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যাতে আর জল না জমে, আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই পৌরনিগম তা নিশ্চিত করবে ৷" সোমবার কচিকাঁচাদের সামনে এই প্রতিশ্রুতিই করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

এদিন ছিল শিশু দিবস ৷ সেই উপলক্ষে কলকাতা পৌরনিগমের (KMC) পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ পৌরনিগমের অধিবেশন কক্ষে বসার সুযোগ দেওয়া হয় ছোটদের ৷ তারা বিভিন্ন স্কুলে পড়ুয়া ৷ কয়েকজন বিশেষভাবে সক্ষম কিশোর-কিশোরীও এই অনুষ্ঠানে যোগ দেয় ৷ মেয়রকে সরাসরি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় তাদের ৷ এদিনের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়, 'টক টু মেয়র আঙ্কল' (Talk to Mayor Uncle) ৷

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল প্রসঙ্গে ফের বেলাগাম ফিরহাদ

এই অনুষ্ঠানে আসা খুদে দর্শক-শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে মঞ্চে ওঠেন মেয়র ৷ সেই সময় তাঁর কাছে একটি কাগজে বাচ্চাদের প্রশ্নমালা লিখে পাঠানো হয় ৷ তার মধ্য়ে জল জমার সমস্য়া নিয়েও প্রশ্ন করে ছাত্রছাত্রীরা ৷ এই সমস্যা যে রয়েছে, তা নির্দ্বিধায় স্বীকার করে নেন মেয়র ৷ সেইসঙ্গে, এই প্রশ্নের প্রেক্ষিতে বাচ্চাদের একটি 'গল্প' শোনান ফিরহাদ ৷ বলেন, "সুভাষচন্দ্র বসু যখন মেয়র ছিলেন, সেই সময়েই একদিন প্রবল বৃষ্টি শুরু হয় ৷ সুভাষচন্দ্র নিজের অফিসে আসেন এবং জানতে পারেন, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে এক কোমর জল জমে গিয়েছে ৷ একথা শুনে বর্ষাতি গায়ে চাপিয়ে হাঁটা শুরু করেন সুভাষ ৷ তাঁর পিছনে পিছনে রাস্তায় নামেন ইঞ্জিনিয়র, আধিকারিকরাও ৷ ঠনঠনিয়ায় পৌঁছে সুভাষচন্দ্র দেখেন, সত্যিই সেখানে জল জমেছে ৷ তারপর বহু বছর কেটে গিয়েছে ৷ এখনও ঠনঠনিয়া কালীবাড়ির সামনে জল জমে ৷ কিন্তু, আজ তোমাদের মেয়র প্রতিশ্রুতি দিচ্ছে, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যাতে আর জল না জমে, আমার পদের মেয়াদ শেষ হওয়ার আগেই পৌরনিগম তা নিশ্চিত করবে ৷"

মেয়রের প্রতিশ্রুতি !

মেয়রের মুখে এমন মন্তব্য শুনেই সকলে হাততালি দিয়ে ওঠেন ৷ প্রসঙ্গত, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে জল জমার সমস্যা যে নতুন নয়, তা কলকাতাবাসীও জানে ৷ কিন্তু, যে সমস্য়া এত দিনেও মেটেনি, তার কি সত্যিই আগামী কয়েক বছরের মধ্যে সমাধান করা সম্ভব ? এর উত্তর দেবে সময় ৷ তবে, এদিনের অনুষ্ঠানে মেয়র আঙ্কলকে নাগালে পেয়ে, তাঁকে প্রশ্ন করতে পেরে খুশি শহরের ভাবী নাগরিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.