কলকাতা, 15 এপ্রিল : বাংলা নববর্ষ উদযাপনেও সিপিএম ও বিজেপিকে খোঁচা দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ। শুক্রবার রাজডাঙ্গা নব উদয়ন সংঘ নববর্ষের প্রভাত ফেরি শেষে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিররাদ হাকিম(Firhad Hakim On Opposition)।
রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ, বেকারদের চাকরি বা পেনশন-সহ আর্থিক নানা ঘটনায় সরকারের বিরুদ্ধে আক্রমণ করে সিপিএম নেতাদের হামেশাই বলতে শোনা যায়, এই রাজ্যে মেলা, খেলার সরকার চলছে। সারা বছর ধরে বিভিন্ন মেলায় খেলায় কোটি কোটি টাকা খরচ করছে সরকার। সেই ঘটনাকে এদিন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম।
অনুষ্ঠান শেষে নববর্ষ প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ সিপিএমকে উদ্দেশ্যে করে বলেন, "ওরা বলে মেলা খেলার সরকার চলছে। আজ নববর্ষ আজ আমরা বাঙালিরা মেলা খেলার মধ্যেই থাকব। আর সারা বছর থাকি বলেই প্রমাণ হয় আমরা জীবিত আছি। মরে যাইনি।" পাশাপাশি বিজেপির নাম না-করে বলেন, এক শ্রেণির মানুষ দেশে রয়েছে যারা শুধু বলে, ভাও কিতনা হোগা উসকো বেচদো, উস্কো খরিদলো। এদের ব্রেনটা এই করতে করতে মেশিন হয়ে গিয়েছে। কিন্তু আমরা বাঙালিরা আমাদের সংস্কৃতি, খেলাধুলা, হাসি, আনন্দ, উৎসব নিয়ে সারা বছর মেতে থাকি। আমরা বাঙালি হিসেবে গর্ব অনুভব করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আঁকড়ে ধরেই তাঁর কর্মকাণ্ড চালিয়ে যান। আমরাও তাঁর পথ ধরেই এগিয়ে চলেছি। আমরা সমস্ত মানুষকে নিয়ে হাসি আনন্দে থাকতে চাই, এটাই অন্যদের থেকে আমাদের পৃথক করে রেখেছে। "
আরও পড়ুন : সব সমস্যা শুধু শুভেন্দুকে ঘিরে ! নিরাপত্তা বৃদ্ধি নিয়ে কটাক্ষ ফিরহাদের