ETV Bharat / state

Fire Breaks Out in Ultadanga : ভোররাতে উল্টোডাঙায় ডালের গোডাউনে আগুন - ultadanga news

উল্টোডাঙায় ডালের গোডাউনে ভোররাতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য (Fire Breaks Out in Ultadanga) ৷ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ৷

fire breaks out in ultadanga
উল্টোডাঙায় ডালের গোডাউনে আগুন
author img

By

Published : Nov 24, 2021, 8:01 AM IST

Updated : Nov 24, 2021, 11:41 AM IST

উল্টোডাঙা, 24 নভেম্বর : ভোর রাতে আগুন লাগল উল্টোডাঙার আরিফ রোডের একটি ডালের গোডাউনে (Fire Breaks Out in Ultadanga) । দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।

ভোর সাড়ে চারটে নাগাদ আরিফ রোডের বস্তিতে একটি ডালের গোডাউনে আগুন জ্বলতে দেখেন এলাকার বাসিন্দারা । সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশে খবর দেওয়ার পাশাপাশি তাঁরা নিজেরাই টিউবওয়েল থেকে জল তুলে আগুন নেভাতে সচেষ্ট হন ৷ তবে ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন এলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় এতগুলি ইঞ্জিনকে কাজ করতে অসুবিধার মধ্যে পড়তে হয় ৷ সকাল সাড়ে ছ'টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকলকর্মীরা ।

তবে ঠিক কী থেকে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি । আগুনে কোনও হতাহত বা আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি । তবে মনে করা হচ্ছে, ডালের গোডাউনে একাধিক দাহ্য বস্তু মজুত থাকাতেই আগুন ছড়িয়ে পড়ে ৷

উল্টোডাঙায় ডালের গোডাউনে আগুন

আরও পড়ুন : Topsia Fire : দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে তপসিয়ার ঝুপড়ির আগুন

উল্টোডাঙা, 24 নভেম্বর : ভোর রাতে আগুন লাগল উল্টোডাঙার আরিফ রোডের একটি ডালের গোডাউনে (Fire Breaks Out in Ultadanga) । দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।

ভোর সাড়ে চারটে নাগাদ আরিফ রোডের বস্তিতে একটি ডালের গোডাউনে আগুন জ্বলতে দেখেন এলাকার বাসিন্দারা । সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশে খবর দেওয়ার পাশাপাশি তাঁরা নিজেরাই টিউবওয়েল থেকে জল তুলে আগুন নেভাতে সচেষ্ট হন ৷ তবে ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন এলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় এতগুলি ইঞ্জিনকে কাজ করতে অসুবিধার মধ্যে পড়তে হয় ৷ সকাল সাড়ে ছ'টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকলকর্মীরা ।

তবে ঠিক কী থেকে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি । আগুনে কোনও হতাহত বা আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি । তবে মনে করা হচ্ছে, ডালের গোডাউনে একাধিক দাহ্য বস্তু মজুত থাকাতেই আগুন ছড়িয়ে পড়ে ৷

উল্টোডাঙায় ডালের গোডাউনে আগুন

আরও পড়ুন : Topsia Fire : দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে তপসিয়ার ঝুপড়ির আগুন

Last Updated : Nov 24, 2021, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.