কলকাতা, 14 জানুয়ারি : নিউটাউনে সুলুনগুড়ি বস্তিতে আগুন । আজ সন্ধেয় হঠাৎ একের পর এক বিস্ফোরণের আওয়াজ বস্তিতে । সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় । দুর্ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন । প্রাথমিকভাবে অনুমান, একাধিক সিলিন্ডার ফেটে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে । কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি । 20-টিরও বেশি ঝুপড়ি পুড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ।
গতকাল বাগবাজারের দুর্ঘটনার আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি । এ-বার নিউটাউনের বস্তিতে আগুন । বিস্ফোরণের শব্দ শোনার পরই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন মানুষ । এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে দমকলের ইঞ্জিন দুর্ঘটনাস্থানে আসতে বেশ কিছুটা সময় লাগে বলেও প্রাথমিকভাবে জানা গেছে ।
আরও পড়ুন : মায়ের বাড়িতে তাপ, 27 ইঞ্জিনের চেষ্টায় শান্ত হল বাগবাজারের আগুন
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে । হাওয়ার কারণে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর । দমকলকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন ।
গতকালও সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ বাগবাজার মহিলা কলেজের সামনের ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগেছিল ৷ পরপর পাঁচটি সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল ৷ দমকলের 27 টি ইঞ্জিনকে কাজে লাগাতে হয়েছিল আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ।