কলকাতা, 12 অক্টোবর : চিৎপুরের কারখানায় ভয়াবহ আগুন । কারখানাটিতে ব্যাগ ও প্লাস্টিকের সরঞ্জাম তৈরি করা হত । দমকলের 15টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । এর জেরে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল সূত্রে খবর । হতাহতের কোনও খবর নেই । আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় । তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে ।
আজ বেলা 12টা নাগাদ চিৎপুরের ওই প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় আগুন লাগে । সেই সময় কারখানায় কর্মীরা কাজ করছিলেন । স্থানীয় বাসিন্দারা সেখানে এসে সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান । খবর দেওয়া হয় দমকলে । স্থানীয় পুলিশও খবর পেয়ে ঘটনাস্থানে আসে ।
আরও পড়ুন : পাঁশকুড়ার প্লাস্টিকের দানা তৈরির কারখানার গুদামে আগুন
কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে ।দমকল সূত্রে খবর, ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট ছিল না ।