ETV Bharat / state

Fake Police : কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী - Fake police officer

কলকাতা পুলিশে (Kolkata Police) চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল ভুয়ো পুলিশকর্মীকে (Fake Police Officer) ৷ বেহালায় (Behala Fraud Case) অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে হাতেনাতে ধরেন চাকরিপ্রার্থীরা ৷

man promised to give job in kolkata police arrested in fraud case
কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা
author img

By

Published : Aug 3, 2021, 1:31 PM IST

বেহালা, 3 অগস্ট: এ বার পুলিশের জালে ভুয়ো পুলিশকর্মী (Fake Police Officer) ৷ কলকাতা পুলিশে (Kolkata Police) চাকরি দেওয়ার নাম করে সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ ৷ অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন চাকরিপ্রার্থীরা ৷ ক্যামেরার সামনে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷ সে নিজেকে পুলিশকর্মী বলে দাবি করলেও, তার কোনও প্রমাণ তার কাছ থেকে পাওয়া যায়নি ৷

বেহালার (Behala Fraud Case) পাঠক পাড়ার ঘটনা ৷ অভিযোগ, কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিত পার্থ দত্ত নামে এক ব্যক্তি ৷ কোনও পরীক্ষা ছাড়াই সে চাকরির ব্যবস্থা করে দেবে বলে প্রতিশ্রুতি দিত ৷ তবে সে নিজে পুলিশে কাজ করে বলে দাবি করলেও তার কোনও প্রমাণ দেখাতে পারেনি ৷

আরও পড়ুন: পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !

পার্থর দাবি, সে কলকাতা পুলিশের এআরএস-এ কাজ করে ৷ নিজের পরিচয় পত্র, পুলিশের পোশাক সে অফিসেই জমা দিয়ে আসে বলে দাবি করেছে ৷ অভিযুক্তের স্ত্রীও বলেছেন, তিনি কোনও দিন তাঁর স্বামীর ড্রেস বা আইডি কার্ড দেখেননি ৷ তবে স্বামী লালবাজারে কাজ করে বলেই জানতেন তিনি ৷ চাকরি দেওয়ার নাম করে যে সে অনেকের থেকেই টাকা নিয়েছিল, তা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷ তার দাবি, সেই টাকা এআরএস-এর এক উচ্চপদস্থ আধিকারিককে দিয়েছে ৷ তবে কে সেই আধিকারিক, সেই নাম বলতে পারবে না বলে জানিয়েছে পার্থ দত্ত ৷

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড

গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী

চাকরিপ্রার্থীরা পার্থর বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে ৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

বেহালা, 3 অগস্ট: এ বার পুলিশের জালে ভুয়ো পুলিশকর্মী (Fake Police Officer) ৷ কলকাতা পুলিশে (Kolkata Police) চাকরি দেওয়ার নাম করে সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ ৷ অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন চাকরিপ্রার্থীরা ৷ ক্যামেরার সামনে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷ সে নিজেকে পুলিশকর্মী বলে দাবি করলেও, তার কোনও প্রমাণ তার কাছ থেকে পাওয়া যায়নি ৷

বেহালার (Behala Fraud Case) পাঠক পাড়ার ঘটনা ৷ অভিযোগ, কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিত পার্থ দত্ত নামে এক ব্যক্তি ৷ কোনও পরীক্ষা ছাড়াই সে চাকরির ব্যবস্থা করে দেবে বলে প্রতিশ্রুতি দিত ৷ তবে সে নিজে পুলিশে কাজ করে বলে দাবি করলেও তার কোনও প্রমাণ দেখাতে পারেনি ৷

আরও পড়ুন: পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !

পার্থর দাবি, সে কলকাতা পুলিশের এআরএস-এ কাজ করে ৷ নিজের পরিচয় পত্র, পুলিশের পোশাক সে অফিসেই জমা দিয়ে আসে বলে দাবি করেছে ৷ অভিযুক্তের স্ত্রীও বলেছেন, তিনি কোনও দিন তাঁর স্বামীর ড্রেস বা আইডি কার্ড দেখেননি ৷ তবে স্বামী লালবাজারে কাজ করে বলেই জানতেন তিনি ৷ চাকরি দেওয়ার নাম করে যে সে অনেকের থেকেই টাকা নিয়েছিল, তা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷ তার দাবি, সেই টাকা এআরএস-এর এক উচ্চপদস্থ আধিকারিককে দিয়েছে ৷ তবে কে সেই আধিকারিক, সেই নাম বলতে পারবে না বলে জানিয়েছে পার্থ দত্ত ৷

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড

গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী

চাকরিপ্রার্থীরা পার্থর বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে ৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.