ETV Bharat / state

Fake Police : কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী

কলকাতা পুলিশে (Kolkata Police) চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল ভুয়ো পুলিশকর্মীকে (Fake Police Officer) ৷ বেহালায় (Behala Fraud Case) অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে হাতেনাতে ধরেন চাকরিপ্রার্থীরা ৷

man promised to give job in kolkata police arrested in fraud case
কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা
author img

By

Published : Aug 3, 2021, 1:31 PM IST

বেহালা, 3 অগস্ট: এ বার পুলিশের জালে ভুয়ো পুলিশকর্মী (Fake Police Officer) ৷ কলকাতা পুলিশে (Kolkata Police) চাকরি দেওয়ার নাম করে সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ ৷ অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন চাকরিপ্রার্থীরা ৷ ক্যামেরার সামনে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷ সে নিজেকে পুলিশকর্মী বলে দাবি করলেও, তার কোনও প্রমাণ তার কাছ থেকে পাওয়া যায়নি ৷

বেহালার (Behala Fraud Case) পাঠক পাড়ার ঘটনা ৷ অভিযোগ, কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিত পার্থ দত্ত নামে এক ব্যক্তি ৷ কোনও পরীক্ষা ছাড়াই সে চাকরির ব্যবস্থা করে দেবে বলে প্রতিশ্রুতি দিত ৷ তবে সে নিজে পুলিশে কাজ করে বলে দাবি করলেও তার কোনও প্রমাণ দেখাতে পারেনি ৷

আরও পড়ুন: পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !

পার্থর দাবি, সে কলকাতা পুলিশের এআরএস-এ কাজ করে ৷ নিজের পরিচয় পত্র, পুলিশের পোশাক সে অফিসেই জমা দিয়ে আসে বলে দাবি করেছে ৷ অভিযুক্তের স্ত্রীও বলেছেন, তিনি কোনও দিন তাঁর স্বামীর ড্রেস বা আইডি কার্ড দেখেননি ৷ তবে স্বামী লালবাজারে কাজ করে বলেই জানতেন তিনি ৷ চাকরি দেওয়ার নাম করে যে সে অনেকের থেকেই টাকা নিয়েছিল, তা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷ তার দাবি, সেই টাকা এআরএস-এর এক উচ্চপদস্থ আধিকারিককে দিয়েছে ৷ তবে কে সেই আধিকারিক, সেই নাম বলতে পারবে না বলে জানিয়েছে পার্থ দত্ত ৷

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড

গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী

চাকরিপ্রার্থীরা পার্থর বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে ৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

বেহালা, 3 অগস্ট: এ বার পুলিশের জালে ভুয়ো পুলিশকর্মী (Fake Police Officer) ৷ কলকাতা পুলিশে (Kolkata Police) চাকরি দেওয়ার নাম করে সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ ৷ অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন চাকরিপ্রার্থীরা ৷ ক্যামেরার সামনে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷ সে নিজেকে পুলিশকর্মী বলে দাবি করলেও, তার কোনও প্রমাণ তার কাছ থেকে পাওয়া যায়নি ৷

বেহালার (Behala Fraud Case) পাঠক পাড়ার ঘটনা ৷ অভিযোগ, কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিত পার্থ দত্ত নামে এক ব্যক্তি ৷ কোনও পরীক্ষা ছাড়াই সে চাকরির ব্যবস্থা করে দেবে বলে প্রতিশ্রুতি দিত ৷ তবে সে নিজে পুলিশে কাজ করে বলে দাবি করলেও তার কোনও প্রমাণ দেখাতে পারেনি ৷

আরও পড়ুন: পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !

পার্থর দাবি, সে কলকাতা পুলিশের এআরএস-এ কাজ করে ৷ নিজের পরিচয় পত্র, পুলিশের পোশাক সে অফিসেই জমা দিয়ে আসে বলে দাবি করেছে ৷ অভিযুক্তের স্ত্রীও বলেছেন, তিনি কোনও দিন তাঁর স্বামীর ড্রেস বা আইডি কার্ড দেখেননি ৷ তবে স্বামী লালবাজারে কাজ করে বলেই জানতেন তিনি ৷ চাকরি দেওয়ার নাম করে যে সে অনেকের থেকেই টাকা নিয়েছিল, তা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷ তার দাবি, সেই টাকা এআরএস-এর এক উচ্চপদস্থ আধিকারিককে দিয়েছে ৷ তবে কে সেই আধিকারিক, সেই নাম বলতে পারবে না বলে জানিয়েছে পার্থ দত্ত ৷

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড

গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী

চাকরিপ্রার্থীরা পার্থর বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে ৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.