ETV Bharat / state

উত্তরবঙ্গে আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত অতিমাত্রায় ভারী বৃষ্টির পূর্বাভাস - আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত অতিমাত্রায় ভারী বৃষ্টি উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে আজ থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ অতিমাত্রায় ভারী বৃষ্টি । আগামী 31 জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

Extremely heavy rains are forecast in North Bengal from today
Extremely heavy rains are forecast in North Bengal from today
author img

By

Published : Jul 28, 2020, 4:03 PM IST

কলকাতা, 28 জুলাই : আজ থেকে আগামী তিনদিন পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল । লাল সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ ও আগামীকাল কালিম্পং ও আলিপুরদুয়ারে অতিমাত্রায় ভারী বৃষ্টি হবে । এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আগামী 30 তারিখ অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ারে । এছাড়া কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 31 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে । জেলাগুলিতে স্বাভাবিক ভাবেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পার্বত্য এলাকাগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টির ফলে ধ্বস নামার সম্ভাবনা রয়েছে । ধ্বসের ফলে পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল । সেই সঙ্গেই নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাবে ।

একটি অক্ষরেখা রয়েছে, যা হিমালয় পাদদেশ থেকে সংলগ্ন বাংলাদেশের উপরে বিস্তৃত । অক্ষরেখা বরাবর অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সেইসঙ্গেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে । এসবের প্রভাবেই আগামী 3 দিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে । 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কলকাতা, উত্তর-দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে আগামী 24 ঘণ্টায় । কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে । দফায় দফায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলছে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 78.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ সর্বনিম্ন 62 শতাংশ। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 14.3 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 28 জুলাই : আজ থেকে আগামী তিনদিন পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল । লাল সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ ও আগামীকাল কালিম্পং ও আলিপুরদুয়ারে অতিমাত্রায় ভারী বৃষ্টি হবে । এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আগামী 30 তারিখ অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ারে । এছাড়া কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 31 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে । জেলাগুলিতে স্বাভাবিক ভাবেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পার্বত্য এলাকাগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টির ফলে ধ্বস নামার সম্ভাবনা রয়েছে । ধ্বসের ফলে পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল । সেই সঙ্গেই নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাবে ।

একটি অক্ষরেখা রয়েছে, যা হিমালয় পাদদেশ থেকে সংলগ্ন বাংলাদেশের উপরে বিস্তৃত । অক্ষরেখা বরাবর অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সেইসঙ্গেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে । এসবের প্রভাবেই আগামী 3 দিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে । 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কলকাতা, উত্তর-দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে আগামী 24 ঘণ্টায় । কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে । দফায় দফায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলছে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 78.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ সর্বনিম্ন 62 শতাংশ। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 14.3 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.