কলকাতা, 29 এপ্রিল: কলকাতা পুলিশের ট্রাফিককে আরও ভালো করে সাজাতে এবার খড়গপুর আইআইটি-র সাহায্য নিতে চলেছে লালবাজার। জানা গিয়েছে, পথ নিরাপত্তা নিয়ে আধুনিক ধারণাগুলিকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সারজেন্ট-সহ ওসি এবং এসিদের বিশেষভাবে প্রশিক্ষণ দেবেন খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞ এবং গবেষকরা।
শুক্রবারই আইআইটি খড়গপুর, পরিবহণ দফতরের সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে ৷ অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ অংশগ্রহণ করেছিলেন কলকাতা ট্রাফিক পুলিশ বাহিনীর একাংশ । লালবাজার সূত্রের খবর, 200 জন ট্রাফিক পুলিশ নিরাপত্তা সংক্রান্ত ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শহরের রাস্তায় মানুষের সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন দিকগুলি ওই অনুষ্ঠানে খাতায়কলমে পুলিশ আধিকারিকদের শিখিয়ে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্ল্যাকস্পট শনাক্তকরণ, রাস্তার মোড়ে নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারকারীদের নিরাপত্তা, নিরাপদ ব্যবস্থা পদ্ধতি এবং চার-চাকা বা দু-চাকার গতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আইআইটি-খড়গপুরের পরিচালক ভিকে তিওয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুরের একাধিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ট্রাফিক নিরাপত্তা বাড়াতে আইআইটি'র সঙ্গে ট্রেনিং কলকাতা পুলিশের
মূলত এই কর্মশালার মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার এবং ওসিদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। মোট চার দফায় চলবে এই প্রশিক্ষণ পর্ব ৷ অনলাইনের পাশাপাশি, হাতে-কলমেও শুরু হবে এই প্রশিক্ষণ ৷ উল্লেখ্য, শহরে দুর্ঘটনা রুখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে কলকাতা ট্রাফিক পুলিশ। সম্প্রতি বেসরকারি বাসের উইন্ডস্ক্রিনে রুট লেখা বোর্ড রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে লালবাজার। জানা গিয়েছে, এর ফলে চালকদের অসুবিধা হয়। রাস্তায় একাধিক দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই কারণে কলকাতা পুলিশের তরফে বাস মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডগুলি সরানোর জন্য। এই নির্দেশ অমান্য করলে 500 টাকা থেকে 1000 টাকা জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফ থেকে ৷