ETV Bharat / state

আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব ইডি-র

আইকোর মামলায় এবার রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ শুধু পার্থ চট্টোপাধ্য়ায় নন, কলকাতা পৌরনিগমের বিদায়ী কাউন্সিলর বাপাদিত্য় দাশগুপ্তকেও তলব করেছে ইডি ৷

enforcement-directorate
ইডি লোগো
author img

By

Published : Apr 14, 2021, 1:34 PM IST

কলকাতা, 14 এপ্রিল : আইকোর মামলায় এবার রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সূত্রের খবর, আইকোরের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷ সেকারণেই তাঁকে তলব করা হয়েছে ৷

শুধু পার্থ চট্টোপাধ্য়ায় নন, কলকাতা পৌরনিগমের বিদায়ী কাউন্সিলর বাপাদিত্য় দাশগুপ্তকেও তলব করেছে ইডি ৷ ইডির সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁদের নিজাম প্য়ালেসে দেখা করতে বলা হয়েছে ৷ এর আগেও আইকোর মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। কিন্তু নির্বাচনের কাজে ব্য়স্ত রয়েছেন বলে সেই হাজিরা এরিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন- কোভিডে কি বাতিল বোর্ড পরীক্ষা ? শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে মোদি

আইকোর মামলার তদন্তে নেমে একাধিক ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ আইকোর কর্তা অনুকূল মাইতিকে জেরা করে একাধিক তথ্য় পেয়েছিলেন গোয়েন্দারা ৷ সেখানেই পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম উঠে আসে ৷ সেকারণেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল ৷ কিন্তু সেসময় পার্থ চট্টোপাধ্য়ায় হাজিরা দেননি ৷ কোনও জবাবও দেননি ৷ জানিয়েছিলেন তিনি কোনও চিঠি পাননি ৷ এরপর তাঁকে ফের একটি নোটিস পাঠায় সিবিআই ৷ তখন তিনি জানিয়েছিলেন, নির্বাচনের কাজে ব্য়স্ত থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না ৷ এরপর আজ ইডির তরফ থেকে একটি নোটিস পাঠানো হল পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷ ইতিমধ্য়ে জেলবন্দি অবস্থায় মৃত্য়ু হয়েছে অনুকুল মাইতির ৷

সূত্রের খবর, যেহেতু আইকোর একটি চিটফান্ড সংস্থা, ফলে এই চিটফান্ডের টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে গিয়েছিল তা জানতে চান গোয়েন্দারা। পাশাপাশি চিটফান্ডের টাকা থেকে কোনও ভাবে তারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিনা পার্থ চট্টোপাধ্যায়, তাও গোয়েন্দারা জানতে চান।

কলকাতা, 14 এপ্রিল : আইকোর মামলায় এবার রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সূত্রের খবর, আইকোরের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷ সেকারণেই তাঁকে তলব করা হয়েছে ৷

শুধু পার্থ চট্টোপাধ্য়ায় নন, কলকাতা পৌরনিগমের বিদায়ী কাউন্সিলর বাপাদিত্য় দাশগুপ্তকেও তলব করেছে ইডি ৷ ইডির সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁদের নিজাম প্য়ালেসে দেখা করতে বলা হয়েছে ৷ এর আগেও আইকোর মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। কিন্তু নির্বাচনের কাজে ব্য়স্ত রয়েছেন বলে সেই হাজিরা এরিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন- কোভিডে কি বাতিল বোর্ড পরীক্ষা ? শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে মোদি

আইকোর মামলার তদন্তে নেমে একাধিক ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ আইকোর কর্তা অনুকূল মাইতিকে জেরা করে একাধিক তথ্য় পেয়েছিলেন গোয়েন্দারা ৷ সেখানেই পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম উঠে আসে ৷ সেকারণেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল ৷ কিন্তু সেসময় পার্থ চট্টোপাধ্য়ায় হাজিরা দেননি ৷ কোনও জবাবও দেননি ৷ জানিয়েছিলেন তিনি কোনও চিঠি পাননি ৷ এরপর তাঁকে ফের একটি নোটিস পাঠায় সিবিআই ৷ তখন তিনি জানিয়েছিলেন, নির্বাচনের কাজে ব্য়স্ত থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না ৷ এরপর আজ ইডির তরফ থেকে একটি নোটিস পাঠানো হল পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷ ইতিমধ্য়ে জেলবন্দি অবস্থায় মৃত্য়ু হয়েছে অনুকুল মাইতির ৷

সূত্রের খবর, যেহেতু আইকোর একটি চিটফান্ড সংস্থা, ফলে এই চিটফান্ডের টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে গিয়েছিল তা জানতে চান গোয়েন্দারা। পাশাপাশি চিটফান্ডের টাকা থেকে কোনও ভাবে তারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিনা পার্থ চট্টোপাধ্যায়, তাও গোয়েন্দারা জানতে চান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.