কলকাতা, 23 জুলাই: 24 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এখনও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই রয়েছেন ইডি আধিকারিকেরা ৷ রাজ্যের মন্ত্রীকে এসএসসি দুর্নীতিতে এখনও জেরা করে চলেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । পুলিশ মহলের দাবি, নয়া নজির গড়ে দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে এই প্রথম কোনও কেন্দ্রীয় সংস্থা 24 ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার জেরা করে যাচ্ছে (Enforcement Directorate hits record as it interrogates Partha Chatterjee for over 24 hours) ৷
শুক্রবার সকাল আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হয় ইডি-র আধিকারিকেরা । এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নথিপত্র পাওয়া যায় ৷ তা দেখে ইডি রাতেই একটি অভিজাত আবাসনে অর্পিতা মুখোপাধ্যায় নামের এক অভিনেত্রীর বাড়িতে পৌঁছয় ৷ যিনি মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ । সেখান থেকে উদ্ধার হয় 21 কোটি টাকা-সহ 50 লক্ষ টাকার সোনার গয়না, 20 টি মোবাইল ফোন । জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ৷
আরও পড়ুন: "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই", সাফাই কুণালের
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা আলাদাভাবে জেরা করছে ইডি । শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায় আরও একবার অসুস্থতা অনুভব করেন ৷ তাই নাকতলার বাড়িতে আসেন চিকিৎসকেরা । ইডি সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় জিজ্ঞাসাবাদে কোনও রকমের সাহায্য করছেন না । একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন । সরকারি কাগজে পার্থ চট্টোপাধ্যায়ের সই থাকা সত্ত্বেও তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারী সংস্থাকে সঠিক তথ্য দিচ্ছেন না ৷ শিল্পমন্ত্রীর দাবি, তাঁর এখন মনে নেই ।