কলকাতা, 4 জানুয়ারি: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সব রকম প্রস্তুতি। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর কমিশন। তাই এবার থেকে প্রত্যেক সপ্তাহে আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বুধবার সমস্ত জেলা শাসকদের এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
গত বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল ৷ সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে লোকসভা নির্বাচনে না ঘটে তাই আগে থেকে সতর্ক নির্বাচন কমিশন ৷ সমাধান সূত্র খুঁজতে কমিশনের আধিকারিকরা দফায় দফায় সারছেন বৈঠক। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত জেলা জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন। সেই বৈঠকেই নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও কোনও অশান্তি বা হিংসার ঘটনা ঘটলেই দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে।
জানা গিয়েছে, শুধু হিংসা বা অশান্তির ঘটনা নয়, নিয়ম করে প্রত্যেক সপ্তাহে প্রতিটি জেলার আইন শৃঙ্খলা সম্পর্কিত রিপোর্টও জমা দিতে হবে। সেই রিপোর্টটি যথাসম্ভব বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ ভাবেই প্রস্তুত করতে হবে। এছাড়াও শেষ বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে কোন জেলার কোথায় সবচেয়ে বেশি হিংসা হয়েছে সেই তথ্যও জমা দিতে বলা হয়েছে। এছাড়াও কোন বুথে 90 শতাংশের কাছাকাছি ভোট পড়েছে, কোন জায়গায় প্রাণহানি হয়েছে, সেই সব তথ্যও জমা দেওয়ার কথা বলা হয়েছে। মূলত এই সব রিপোর্টের ভিত্তিতেই তৈরি করা হবে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের তালিকা।
পাশাপাশি কোথায় কোথায় ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হবে তা চিহ্নিতকরণের কাজও চলছে ৷ প্রাথমিকভাবে স্কুলগুলিকে এখন থেকেই তৈরি রাখা হচ্ছে। ভোট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি, নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী স্কুলগুলোর পরিকাঠামো ঠিকঠাক আছে না কি, তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। চলছে ভোটার তালিকা তৈরির কাজও। নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে জেলাশাসকদের সতর্ক করা হয়েছে। যাতে কোনও ভাবেই ত্রুটিযুক্ত না থাকে সেই বিষয় বারে বারে সতর্ক করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।
আরও পড়ুন
1. লোকসভা নির্বাচনে নতুন ভোটারদের দলে টানতে বিজেপির রণকৌশল, একগুচ্ছ কর্মসূচি
2. কেন্দ্রীয় বঞ্চনা কমিটির নোডাল অফিসার নিয়োগ ঘিরে কেন্দ্র-রাজ্য দুই মন্ত্রীর বক্তব্যে ধোঁয়াশা
3. বলাগড়ে তৃণমূল বিধায়কের কার্যালয় ভাঙচুর, জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ