কলকাতা, 14 সেপ্টেম্বর: দুপুরে ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশ করবে ইডি (Partha-Arpita ED Investigation)। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক বেনামের সম্পত্তির হদিশ পেয়েছে ইডি । তাছাড়া তদন্তের ক্ষেত্রে দরকারি এমন আরও কিছু সূত্রেরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা ।
নিয়োগ দুর্নীতিতে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা আগেই গ্রেফতার হয়েছিলেন । প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও মাস দেড়েক আগে গ্রেফতার করা হয়েছে । এই দুর্নীতি কাণ্ডের মিডল ম্যান হিসেবে কাজ করেছেন এই সন্দেহে প্রসন্ন রায় এবং প্রদীপ সিং নামে দুই ব্যক্তিকে নিউটাউন থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।
প্রদীপ সিং ও প্রসন্ন রায় এবং এসপি সিনহাকে গ্রেফতার করে সিবিআই । পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি। পার্থ এবং অর্পিতাকে এখনও জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তাই আদালতে পেশ করে ফের তাঁদের জেল হেফাজতে পাঠানোর আবেদন জানাবে ইডি ।
আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, আরও 14 দিনের জেল হেফাজতে অপা
সম্প্রতি পার্থ এবং অর্পিতার মেডিক্যাল চেক আপের সময় ঘটে যাওয়া একাধিক অপ্রীতিকর ঘটনার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে তরফে আদালতে আর্জি জানানো হয় যে পার্থ এবং অর্পিতাকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হোক। সেই ঘটনায় আদালতের তরফে সম্মতি জ্ঞাপন করা হয়। পার্থ এবং অর্পিতাকে আজ ভার্চুয়ালি আদালতে পেশ করবে ইডি। তবে গত শুনানিতে পার্থ দাবি করেন সশরীরে আদালতে যেতে না দিয়ে তাঁর অধিকার খর্ব করা হচ্ছে ।