ETV Bharat / state

New Search Operation of ED: কালীঘাটের কাকুর সম্পত্তির খোঁজে নতুন করে তল্লশি ইডি'র - তল্লশি ইডি

নতুন করে চাপে পড়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার সকালে তাঁর বিশাল সম্পত্তির খোঁজে একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকরা।

Etv Bharat
কালীঘাটের কাকু
author img

By

Published : Aug 21, 2023, 4:34 PM IST

কলকাতা, 21 অগস্ট: নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি ৷ কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের বিশাল সম্পত্তির খোঁজে একাধিক জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নতুন করে চাপে পড়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার সকালে তাঁর বিশাল সম্পত্তির খোঁজে একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকরা। তদন্তকারী সংস্থার নজরে রয়েছে কালীঘাটের কাকুর জামাইয়ের নামে কেনা সম্পত্তিও। নিয়োগ দুর্নীতি মামলায় অনেক আগেই নাম জড়িয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের। এই কেলেঙ্কারিতে ধৃত একাধিক ব্যক্তির মুখে শোনা গিয়েছিল সুজয় ভদ্রের নাম। পরবর্তীতে ইডি'র জেরার মুখে পড়তে হয়ছিল তাঁকেও ৷ পাশাপাশি তাঁকে কয়েক দফায় জেরা করেছিল সিবিআইও ৷ অবশেষে পরবর্তীতে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। বর্তমানে ইডি'র হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে শারীরিক অসুস্থতার কারণে ভরতি রয়েছেন হাসপাতালে। তবে রহস্যের শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি'র ছয় জনের দল ভাগ হয়ে না না জায়গায় হানা দেওয়া শুরু করে। একদল সোজা পৌঁছে যায় লি-রোডে সুজয় ভদ্রের জামাইয়ের নামে কেনা ফ্ল্যাটে ৷ সেখানে একপ্রস্থ তল্লাশি চালায় ইডি। খতিয়ে দেখতে শুরু করেন কাগজপত্রও। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই লি-রোডের ফ্ল্যাটটি কালীঘাটের কাকু আড়াই কোটি টাকা দিয়ে কিনে তাঁর জামাইকে উপহার দিয়েছিলেন। ফ্ল্যাটটির নাম কোটলি, যার তৃতীয় তলায় থাকেন কালীঘাটের কাকুর জামাই। সেই সঙ্গে, নিউ আলিপুরের অফিস এবং জোকাতেও হানা দিয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ 50 জন শিক্ষক-শিক্ষিকাকে
দক্ষিণ 24 পরগনা সাজুয়া ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের একটি জল কোম্পানি যার নাম লিপস এন্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, সেখানেও এদিন হানা দেয় ইডি'র দল। সেখানে পৌঁছে কোম্পানির কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি কাগজপত্র খতিয়ে দেখা শুরু করেছেন তারা। দক্ষিণ 24 পরগনা এই জলের কোম্পানিও সুজয় কৃষ্ণের ভদ্রের bলে জানা গিয়েছে ৷

কলকাতা, 21 অগস্ট: নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি ৷ কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের বিশাল সম্পত্তির খোঁজে একাধিক জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নতুন করে চাপে পড়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার সকালে তাঁর বিশাল সম্পত্তির খোঁজে একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকরা। তদন্তকারী সংস্থার নজরে রয়েছে কালীঘাটের কাকুর জামাইয়ের নামে কেনা সম্পত্তিও। নিয়োগ দুর্নীতি মামলায় অনেক আগেই নাম জড়িয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের। এই কেলেঙ্কারিতে ধৃত একাধিক ব্যক্তির মুখে শোনা গিয়েছিল সুজয় ভদ্রের নাম। পরবর্তীতে ইডি'র জেরার মুখে পড়তে হয়ছিল তাঁকেও ৷ পাশাপাশি তাঁকে কয়েক দফায় জেরা করেছিল সিবিআইও ৷ অবশেষে পরবর্তীতে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। বর্তমানে ইডি'র হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে শারীরিক অসুস্থতার কারণে ভরতি রয়েছেন হাসপাতালে। তবে রহস্যের শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি'র ছয় জনের দল ভাগ হয়ে না না জায়গায় হানা দেওয়া শুরু করে। একদল সোজা পৌঁছে যায় লি-রোডে সুজয় ভদ্রের জামাইয়ের নামে কেনা ফ্ল্যাটে ৷ সেখানে একপ্রস্থ তল্লাশি চালায় ইডি। খতিয়ে দেখতে শুরু করেন কাগজপত্রও। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই লি-রোডের ফ্ল্যাটটি কালীঘাটের কাকু আড়াই কোটি টাকা দিয়ে কিনে তাঁর জামাইকে উপহার দিয়েছিলেন। ফ্ল্যাটটির নাম কোটলি, যার তৃতীয় তলায় থাকেন কালীঘাটের কাকুর জামাই। সেই সঙ্গে, নিউ আলিপুরের অফিস এবং জোকাতেও হানা দিয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ 50 জন শিক্ষক-শিক্ষিকাকে
দক্ষিণ 24 পরগনা সাজুয়া ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের একটি জল কোম্পানি যার নাম লিপস এন্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, সেখানেও এদিন হানা দেয় ইডি'র দল। সেখানে পৌঁছে কোম্পানির কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি কাগজপত্র খতিয়ে দেখা শুরু করেছেন তারা। দক্ষিণ 24 পরগনা এই জলের কোম্পানিও সুজয় কৃষ্ণের ভদ্রের bলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.