কলকাতা, 7 নভেম্বর: রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মার একটি ফ্ল্যাটের হদিশ মিলল কেষ্টপুর অঞ্চলে । প্রায় কুড়ি লক্ষ টাকা মূল্যের ওই ফ্ল্যাটে মাঝেমধ্যেই যেতেন রামস্বরূপ ।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এই মামলার তদন্তে এ বার খোঁজ পাওয়া গেল জ্যোতিপ্রিয়র পরিচারকের প্রায় 20 লক্ষ টাকা মূল্যের একটি ফ্ল্যাটের । কেষ্টপুরের প্রফুল্ল কানন অঞ্চলে শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের চতুর্থ তলে রয়েছে সেই ফ্ল্যাট । এই অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দারা জানান, তাঁরা জানতেন রামস্বরূপ মন্ত্রীর পরিচারক হিসেবে কাজ করেন । তাঁরা আরও জানান, মাঝেমধ্যেই নিজের ফ্ল্যাটে আসতেন রামস্বরূপ ।
সূত্রের খবর, এই ফ্ল্যাটের পাশাপাশি কলেজ স্ট্রিটেও রামস্বরূপের বাড়ি রয়েছে । জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে পরিচারকের কাজ করলেও রামস্বরূপ রাজ্য কৃষি দফতরেও কর্মরত ছিলেন । সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর ঘনিষ্ঠ চাল ও গমকলের মালিকদের বলেছিলেন যে, মন্ত্রীর পরিচারক রামস্বরূপকে প্রায় 50 লক্ষ টাকা উপহার হিসেবে দিতে হবে ৷ সেই উপহারের টাকা পেয়েই জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা কেষ্টপুরে একটি 20 লক্ষ টাকার ফ্ল্যাট কেনেন এবং অন্যান্য সম্পত্তির মালিক হন ৷
আরও পড়ুন: বিজেপির ষড়যন্ত্রে গ্রেফতার, মমতা-অভিষেক সব জানেন; দাবি জ্যোতিপ্রিয়র
এলাকার বাসিন্দারা জানান, কেষ্টপুরে রামস্বরূপ শর্মা প্রায় দু-আড়াই বছর ধরে এই ফ্ল্যাটে আছেন ৷ তাঁর ও তাঁর পরিবারের সবার কথাবার্তা খুব ভালো ৷ এই ফ্ল্যাটে রামস্বরূপ শর্মা আসার পর প্রতিবেশীদের জানিয়েছিলেন যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক হিসাবে কাজ করেন ৷ এর পাশাপাশি প্রতিবেশীরা জানান, রামস্বরূপ শর্মার পরিবার বেশিরভাগই কলেজ স্ট্রিটের বাড়িতে থাকে ৷ কখনও কখনও তারা কেষ্টপুরের ফ্ল্যাটে আসে ৷
প্রশ্ন উঠছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক কীভাবে এত সম্পত্তির মালিক হলেন এবং কেন জ্যোতিপ্রিয় মল্লিক নিজের ঘনিষ্ঠ কারখানার মালিককে বিপুল টাকা উপহার দিতে বলেছিলেন তাঁর পরিচারককে ৷