কলকাতা, 26 জুলাই: সারদা কাণ্ডের পর এ বার এসএসসি দুর্নীতি কাণ্ডে উদ্ধার হয়েছে একটি কালো রঙের ডায়েরি । সেই ডায়েরি ঘিরে ইতিমধ্যেই একাধিক রহস্য উন্মোচন হচ্ছে (ED Approached Handwriting Experts) । পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা । আদতে কী রয়েছে সেই ডায়েরিতে ? তদন্তের স্বার্থে বিশেষ ভাবে এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । কিন্তু ইডির গোয়েন্দাদের দাবি, উদ্ধার হওয়া সংশ্লিষ্ট ডায়েরিতে একাধিক হাতের লেখা রয়েছে । একটি হাতের লেখার সঙ্গে অপর হাতের লেখার বিশেষ মিল খুঁজে পাচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা । এ ক্ষেত্রে ওই কালো ডায়েরিতে কার কার হাতের লেখা রয়েছে, তা পরিষ্কার ভাবে জানতে এ বার হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নিতে চলেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের দাবি, তদন্তের ক্ষেত্রে এই কালো ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । গত 22 জুলাই রাত আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পর দক্ষিণ কলকাতার হরিদেবপুর অঞ্চলের ডায়মন্ড সিটি সাউথ আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । সেখানেই তল্লাশি অভিযান চালানো হয় এবং উদ্ধার হয় একটি কালো ডায়েরি ।
গোয়েন্দাদের অনুমান, কোন খাতে কত টাকা যাচ্ছে তার একটা পূর্ণাঙ্গ হিসাব সেখানে রয়েছে । পাশাপাশি একাধিক ব্যক্তির নাম এবং টেলিফোন নম্বর সেখানে লিপিবদ্ধ করা আছে । সেই ব্যক্তি কারা তাঁদের খোঁজ খবর শুরু করছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি ওই ডায়েরিতে একাধিক সংকেত চিহ্ন রয়েছে ৷ সেই সংকেত চিহ্নগুলি দিয়ে সঠিক কী বোঝানোর চেষ্টা করা হয়েছে সেগুলিও তদন্ত সাপেক্ষ ব্যাপার বলে ইডি সূত্রের খবর ।