কলকাতা, 25 নভেম্বর: গিরিশ পার্ক মোড় থেকে গণেশ টকিজের দিকে এগোলে এত দিন রাস্তা জুড়ে দেখা যেত ভেঙে পড়া বিবেকানন্দ উড়ালপুলের বড় অংশ । তবে পৌর ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে সম্প্রতি সেই সেতু চার দফায় সরিয়ে ফেলা হয়েছে । যে অংশে মাটি থেকে পিলার মাথা তুলে ছিল সেখানে পিচ করা রয়েছে ৷ তবে টানা রাস্তা দু'পাশের বড় অংশ পিচ হয়নি । আর সেই অংশ থেকেই ব্যপক পরিমাণে ধুলো উড়ছে । আর এর জেরে প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে দু'পাশের বাড়ির বাসিন্দা, ব্যবসায়ী থেকে গাড়ির চালকদের (Dust covering Barabazar puts locals in trouble) ।
কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট ধরে দু'পারে মাটির অংশ শুকিয়ে যেতেই তৈরি হচ্ছে ধুলো । শীত পড়তে শুষ্ক আবহাওয়া আরও সমস্যা জটিল করে তুলছে । গাড়ি গেলে বা বাতাস দিলেই উড়ছে ধুলো । দু'দিকের বাড়ির বাসিন্দাদের দিনভর জানালা লাগিয়ে রাখতে হচ্ছে ৷ ধুলো থেকে রক্ষা পাচ্ছেন না কেউই । দোকানদার বা ব্যবসায়ীদের সমস্যা আরও চরমে । খাবার দোকানগুলোয় মানুষজন আসছেন না ধুলোর কারণে । ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তাঁরা । পাশাপাশি এই এলাকায় বড় বড় মার্কেট রয়েছে যেমন- বড়বাজার, রাজাকাটরা ও অন্যান্য ৷ এখান থেকে যে সমস্ত মাল বাইরে যায়, তা এখান থেকেই গাড়িতে ওঠানো-নামানো হয় । সেই জায়গাই ধুলোয় ভরে গিয়েছে । এর প্রভাব আশেপাশের মানুষের শরীরে যথেষ্ট পড়বে বলে মত চিকিৎসকদের ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে একবার কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) গাড়ি এসে জল ছিটিয়ে চলে যায় । সারা দিন রাত দুর্ভোগের শেষ থাকে না । বাচ্চাদের খুব কষ্ট হয় । আর এই সমস্যার কথা মেনে নিয়েছেন ওই এলাকার স্থানীয় কাউন্সিলর মীনা দেবী পুরোহিত । তিনি বলেন, "ভাঙা সেতু সরিয়ে দেওয়ার কাজ শেষ হওয়ার পরে মাঝ রাস্তায় পিচ করা হয়েছে ৷ কিন্তু পিচ করা হয়নি দুধারের বড় অংশে । বার বার বলেছি । বিষয়টা স্থানীয় পৌর আধিকারিকরা দেখছি দেখব বলছে । কাজ হচ্ছে না । আমি বিষয়টা পৌরনিগমে অধিবেশনে তুলেছিলাম । কবে সমস্যার সমাধান হবে স্পষ্ট করে বলতে পারেনি ।"
আরও পড়ুন: মমতার নির্দেশের পরেই তৎপর কলকাতা কর্পোরেশন, পরিদর্শনে গেলেন মেয়র পারিষদ
ফলের রস বিক্রেতা দেওরাম রাম বলেন, "ধুলোয় ভোরে যাচ্ছে দোকানপাট । ফলের রস আগে যা বিক্রি হতো এখন তা হয় না ৷ লোকজন কম আসে দোকানে এই ধুলোর জন্য । পৌরনিগমের (KMC) লোকজনকে বলেছি ৷ পিচ হবে বলে জানিয়েছে ৷ কবে হবে জানি না ।" এই বিষয় কলকাতা পৌরনিগমের রাস্তার দায়িত্ব প্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "রাস্তার যা ক্ষতি হয়েছে সেটা মেরামতের জন্য টেন্ডার হয়েছে । দ্রুত সমস্যার সমাধান হবে ।"