কলকাতা, 13 অক্টোবর: এবছরের দুর্গাপুজোর (Durga Puja 2022) সেরা নতুনত্ব থিমগুলিকে 'মা ফিরে এল' (Maa Phire Elo) আর্ট গ্যালারিতে সংরক্ষণ করা হল । কলকাতা শহরের তিনটি দুর্গা মূর্তি রাজ্য সরকার সংরক্ষণ করছে ৷ প্রতিমাগুলি রবীন্দ্র সরোবরের পাশে 'মা ফিরে এল' আর্ট গ্যালারি'তে সংরক্ষণ করা হয়েছে । যা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) দ্বারা রক্ষণাবেক্ষণ করা হবে।
উল্লেখযোগ্য বিষয় হল, যে তিনটি পুজো কমিটির মূর্তি সংরক্ষিত হয়েছে তাদের মধ্যে দু'টির খুব একটা নামডাক নেই । সুতরাং, এবারের পুজোয় যারা শিল্পকর্মকে ভালোভাবে চাক্ষুষ করতে পারেননি, তারা 'মা ফিরে এল' আর্ট গ্যালারিতে গিয়ে ওই প্রতিমাগুলি (Durga Idol) দর্শন করতে পারবেন। এই তিনটি পুজো কমিটির মধ্যে গল্ফগ্রিন শারোদৎসব কমিটির দুর্গামূর্তি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর তথা এই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তপন দাশগুপ্ত বলেন, "আমরা আমাদের 'টক অফ দ্য সিটি' এর মাধ্যমে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যান্ড বাজানোর সঙ্গে যুক্ত হ্যারিসন রোড (বর্তমানে মহাত্মা গান্ধি রোড) ভিত্তিক মানুষের জীবন চিত্রিত করার চেষ্টা করেছি।সিনেমাটোগ্রাফার প্রেমেন্দু বিকাশ চাকি আলোকসজ্জা করেন । আমরা কার্নিভালে সুযোগ না-পেলেও আমাদের প্রতিমা সংরক্ষিত হওয়ায় আমরা ব্যাপক খুশি । সংরক্ষণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই ।"
আরও পড়ুন: পুজো মিটতেই অনুদানের হিসাব চাইল নবান্ন
তালিকার দ্বিতীয় নামটি হল বেহালার 119 নম্বর ওয়ার্ডে অবস্থিত জিতেন্দ্র স্মৃতি সংঘ ক্লাবের দুর্গা প্রতিমা । যেটি থিমের মাধ্যমে জীবনের বাধাগুলি অতিক্রম করে শান্তি এবং রঙিন জীবনের দিকে যাত্রা চিত্রিত করে । এবিষয়ে স্থানীয় কাউন্সিলর তথা অন্যতম পুজো উদ্যোক্তা কাকলি বাগ বলেন, "আমাদের দেবী দুর্গার মূর্তি এবং অন্যান্য প্রতিমা সম্পূর্ণভাবে চক দিয়ে তৈরি । তাই তা বিশেষ উল্লেখের দাবি রাখে।"
তৃতীয়টি খিদিরপুর 74 পল্লী। যেটি এই বছরের থিমের মাধ্যমে একটি অনন্য থিম উদযাপন চিত্রিত করেছে। থিমের বিষয়ে পুজো কমিটির মুখপাত্র সায়ন্তন দাস বলেন, "উদযাপন সবসময়ই বিপুল সংখ্যক লোককে জড়িত করে ৷ গত দু'বছরে আমরা করোনার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়েছিলাম । যা আমাদের একসঙ্গে আসতে দেয়নি । যাই হোক, পরিস্থিতির উন্নতি হয়েছে এবং এবার আমাদের থিমের মাধ্যমে কলকাতার মূল ঐতিহ্য একসঙ্গে উদযাপন করা হয়েছে ।"
আরও পড়ুন: দুর্গাপুজোকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াবে রাজ্যের পর্যটন, দাবি ফিরহাদের
পুজো শেষে গল্ফগ্রিন শারদউৎসব কমিটি এবং 19 নম্বর ওয়ার্ডের জিতেন্দ্র স্মৃতি সংঘ ক্লাবের দুর্গা প্রতিমা সংরক্ষণ করা গেলেও খিদিরপুর 74 পল্লীর প্রতিমা সংরক্ষণ করা সম্ভব হয়নি । মণ্ডপ থেকে প্রতিমা বের করে এনে গ্যালারির প্রবেশ মুখে গাড়ি থেকে নামাতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয় । এ কারণে সেই প্রতিভা সংরক্ষণ করা সম্ভব হয়নি । গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে । উল্লেখ্য, 'মা ফিরে এল' আর্ট গ্যালারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগ বলেই আগত দর্শকদের মত । 2021 সালের ফেব্রুয়ারিতে উন্মোচন করা হয়েছিল এই আর্ট গ্যালারিটি।