ETV Bharat / state

Heatwave in Bengal: তাপপ্রবাহের জের, জলের চাহিদা বাড়ছে শহরে - গ্রীষ্মে বেড়েছে জলের চাহিদা

বৈশাখেই দাবদাহ মারাত্মক আকার ধারণ করেছে ৷ কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই 40-এর উপরে ৷ এই পরিস্থিতি থেকে বাঁচতে ভরসা অতিরিক্ত জল খাওয়া ও একাধিকবার স্নান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তারমধ্যেই সৃষ্টি হয়েছে জলের অভাব ৷

Etv Bharat
জলের চাহিদা বাড়ছে শহরে
author img

By

Published : Apr 17, 2023, 10:33 PM IST

Updated : Apr 17, 2023, 10:41 PM IST

কলকাতা, 17 এপ্রিল: প্রবল দাবদাহে কয়েকদিন ধরেই পুড়ছে রাজ্যে বেশ কয়েকটি জেলা । ফলে এপ্রিল মাস শেষ না হতেই জলের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে কলকাতা শহর জুড়ে । বিশেষ করে জলের চাহিদা সবচেয়ে বেশি থাকে শহরের হাসপাতালগুলিতে । ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় জলের জোগান রাখার জন্য হাসপাতালগুলিকেও নির্দেশিকা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে । পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে কলকাতা কর্পোরেশন বলেই দাবি পৌর আধিকারিকদের । নাগরিকদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত জল জোগান দিতে পারছে না কলকাতা পৌরনিগম ৷ হাসপাতালগুলির তরফ থেকে অনুরোধ এলে সেই অনুযায়ী জলের গাড়ি পাঠানো হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগ ।

কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি ছুঁয়েছে । প্রবল দাবদাহের জেরে শহরে স্বাভাবিকভাবেই জলের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে । অতিরিক্ত গরমের ফলে কম বেশি সকলেই দিনে একাধিকবার স্নান করছে শরীর ঠিক রাখতে । একইসঙ্গে বেড়েছে পানীয় জলের চাহিদাও । প্রত্যেক বছরই গরমকাল জুড়ে জলের চাহিদা তুঙ্গে থাকে । সেক্ষেত্রে অতিরিক্ত জলের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় গাড়ির মাধ্যমে জল সরবরাহ করে থাকে কলকাতা পৌরনিগম ।

বিশেষত, শহরের যে সমস্ত অঞ্চলগুলিতে এখন ডিপ টিউবওয়েল রয়েছে, সেখানে জলস্তর নেমে যাওয়ার কারণে অনেক সময়ই মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় । যেমন যাদবপুর, কসবা, বাঘাযতীন, সন্তোষপুর, বেহালা, পঞ্চসায়র-সহ দক্ষিণের বেশ কিছু এলাকা । এই সমস্ত এলাকায় মানুষজন প্রয়োজনের তুলনায় জল না পাওয়া নিয়ে প্রায় ক্ষোভপ্রকাশ করে থাকেন । কাউন্সিলরদের আবেদনে সেখানেও জলের গাড়ি পাঠিয়ে অবস্থা সামাল দেওয়া কাজ চলে । মূলত গভীর নলকূপ এলাকায় এখনও পরিশ্রুত পানীয় জলের লাইন করে উঠতে পারেনি কলকাতা পৌরনিগম । তার জেরে নলকূপ ছাড়া পানীয় জল কিনে খেতে হয় নাগরিকদের । তবে তীব্র গরমে জলস্তর নিচে নামলে জলের কষ্ট বাড়ে নাগরিকদের ।

আরও পড়ুন: এখনই স্বস্তি নয়, আরও 4 দিন চলবে তাপপ্রবাহ

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, "এখনও পর্যন্ত জল নিয়ে বড়সড় কোনও অভিযোগ শহরবাসীর কাছ থেকে কলকাতা কর্পোরেশন পায়নি । সব জায়গায় জল সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে । উল্লেখ্য, কলকাতায় প্রায় 18 হাজার স্ট্যান্ড পোস্ট আছে ৷ প্রতিদিন নাগরিকদের জন্য প্রায় 450 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয় সেগুলির মাধ্যমে ৷ যা কলকাতাবাসীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ৷" তবে গরম পড়তেই শহরের বিভিন্ন জায়গায় জলের সমস্যা নিয়ে অভিযোগ আসে ৷ যার অন্যতম কারণ জল অপচয় ৷

কলকাতা, 17 এপ্রিল: প্রবল দাবদাহে কয়েকদিন ধরেই পুড়ছে রাজ্যে বেশ কয়েকটি জেলা । ফলে এপ্রিল মাস শেষ না হতেই জলের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে কলকাতা শহর জুড়ে । বিশেষ করে জলের চাহিদা সবচেয়ে বেশি থাকে শহরের হাসপাতালগুলিতে । ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় জলের জোগান রাখার জন্য হাসপাতালগুলিকেও নির্দেশিকা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে । পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে কলকাতা কর্পোরেশন বলেই দাবি পৌর আধিকারিকদের । নাগরিকদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত জল জোগান দিতে পারছে না কলকাতা পৌরনিগম ৷ হাসপাতালগুলির তরফ থেকে অনুরোধ এলে সেই অনুযায়ী জলের গাড়ি পাঠানো হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগ ।

কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি ছুঁয়েছে । প্রবল দাবদাহের জেরে শহরে স্বাভাবিকভাবেই জলের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে । অতিরিক্ত গরমের ফলে কম বেশি সকলেই দিনে একাধিকবার স্নান করছে শরীর ঠিক রাখতে । একইসঙ্গে বেড়েছে পানীয় জলের চাহিদাও । প্রত্যেক বছরই গরমকাল জুড়ে জলের চাহিদা তুঙ্গে থাকে । সেক্ষেত্রে অতিরিক্ত জলের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় গাড়ির মাধ্যমে জল সরবরাহ করে থাকে কলকাতা পৌরনিগম ।

বিশেষত, শহরের যে সমস্ত অঞ্চলগুলিতে এখন ডিপ টিউবওয়েল রয়েছে, সেখানে জলস্তর নেমে যাওয়ার কারণে অনেক সময়ই মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় । যেমন যাদবপুর, কসবা, বাঘাযতীন, সন্তোষপুর, বেহালা, পঞ্চসায়র-সহ দক্ষিণের বেশ কিছু এলাকা । এই সমস্ত এলাকায় মানুষজন প্রয়োজনের তুলনায় জল না পাওয়া নিয়ে প্রায় ক্ষোভপ্রকাশ করে থাকেন । কাউন্সিলরদের আবেদনে সেখানেও জলের গাড়ি পাঠিয়ে অবস্থা সামাল দেওয়া কাজ চলে । মূলত গভীর নলকূপ এলাকায় এখনও পরিশ্রুত পানীয় জলের লাইন করে উঠতে পারেনি কলকাতা পৌরনিগম । তার জেরে নলকূপ ছাড়া পানীয় জল কিনে খেতে হয় নাগরিকদের । তবে তীব্র গরমে জলস্তর নিচে নামলে জলের কষ্ট বাড়ে নাগরিকদের ।

আরও পড়ুন: এখনই স্বস্তি নয়, আরও 4 দিন চলবে তাপপ্রবাহ

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, "এখনও পর্যন্ত জল নিয়ে বড়সড় কোনও অভিযোগ শহরবাসীর কাছ থেকে কলকাতা কর্পোরেশন পায়নি । সব জায়গায় জল সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে । উল্লেখ্য, কলকাতায় প্রায় 18 হাজার স্ট্যান্ড পোস্ট আছে ৷ প্রতিদিন নাগরিকদের জন্য প্রায় 450 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয় সেগুলির মাধ্যমে ৷ যা কলকাতাবাসীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ৷" তবে গরম পড়তেই শহরের বিভিন্ন জায়গায় জলের সমস্যা নিয়ে অভিযোগ আসে ৷ যার অন্যতম কারণ জল অপচয় ৷

Last Updated : Apr 17, 2023, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.