ETV Bharat / state

দক্ষিণে রবিবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা, বৃষ্টি উত্তরে

দক্ষিণবঙ্গে জেলাগুলোতে রবিবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । পাশাপাশি উত্তরবঙ্গে হতে পারে শীতলতম দিন । সেইসঙ্গে সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস রয়েছে ।

weather
বৃষ্টি
author img

By

Published : Jan 10, 2020, 10:56 AM IST

কলকাতা, 10 জানুয়ারি : আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভোর থেকেই ঘন কুয়াশা রয়েছে রাজ্যের প্রায় সব জেলায় । তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হবে । কমবে তাপমাত্রাও ।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে গতকাল সকাল থেকেই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে । বৃষ্টির কারণে আজ থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এদিকে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করার ফলে আগামী দু'দিন ঘন কুয়াশা থাকবে । রাস্তা পারাপার ও গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস ।

আজ উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিংয়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । উত্তরবঙ্গে আগামী দু'দিন মরশুমের শীতলতম দিন হতে পারে বলেও জানিয়েছে তারা । এই দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে কম থাকবে । উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই‌ । রবিবারের পর থেকে আরও একবার নামবে তাপমাত্রা ।

এই সংক্রান্ত আরও খবর : পশ্চিমী ঝঞ্ঝার দাপট, আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 96 শতাংশ ও সর্বনিম্ন 55 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 0.5 মিলিমিটার ।

এই সংক্রান্ত আরও খবর : বৃষ্টি বন্ধ হলেই ফের বাড়বে শীত

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ‌।

কলকাতা, 10 জানুয়ারি : আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভোর থেকেই ঘন কুয়াশা রয়েছে রাজ্যের প্রায় সব জেলায় । তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হবে । কমবে তাপমাত্রাও ।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে গতকাল সকাল থেকেই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে । বৃষ্টির কারণে আজ থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এদিকে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করার ফলে আগামী দু'দিন ঘন কুয়াশা থাকবে । রাস্তা পারাপার ও গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস ।

আজ উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিংয়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । উত্তরবঙ্গে আগামী দু'দিন মরশুমের শীতলতম দিন হতে পারে বলেও জানিয়েছে তারা । এই দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে কম থাকবে । উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই‌ । রবিবারের পর থেকে আরও একবার নামবে তাপমাত্রা ।

এই সংক্রান্ত আরও খবর : পশ্চিমী ঝঞ্ঝার দাপট, আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 96 শতাংশ ও সর্বনিম্ন 55 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 0.5 মিলিমিটার ।

এই সংক্রান্ত আরও খবর : বৃষ্টি বন্ধ হলেই ফের বাড়বে শীত

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ‌।

Intro:সকালে সামান্য কুয়াশা ও আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী বেশি। গত 24 ঘন্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী কম। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 55%। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 0.5 মিলিমিটার। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে‌। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টিপাত বন্ধ হলেও ঘন কুয়াশার দাপটে চলবে রাজ্যজুড়ে। বঙ্গোপসাগর থেকে অনেক জলীয়বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। এরফলেই ঘন কুয়াশা থাকবে আগামী দুদিন। সড়ক পরিবহন ক্ষেত্রে সাবধানতা পরামর্শ দিয়েছে আলিপুর আবহা দপ্তর।


Body:আজ উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিংয়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দার্জিলিং সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আগামী দুদিন শীতলতম দিনের পরিস্থিতি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে কম থাকবে। দক্ষিণবঙ্গের কোন জেলাতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই‌। আগামীকাল থেকেই আকাশ ক্রমশ পরিষ্কার হতে শুরু করবে। তবে আগামী শনিবার ও রবিবার ঘন কুয়াশার দাপটে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গতে ঘন কুয়াশার সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কুয়াশার দাপট কমলে আগামী সপ্তাহ থেকে আরো একবার তাপমাত্রার পারদ কমবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.