ETV Bharat / state

তৃণমূলে সবাই কয়লা, হিরেদের BJP-তে নেওয়া হচ্ছে : কৈলাস

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দুর্নীতির দায়ে ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন দলত্যাগী নেতারা । তাই পিঠ বাঁচাতে BJP-তে যাচ্ছেন ।

কৈলাস
author img

By

Published : Jun 19, 2019, 3:28 PM IST

কলকাতা, 19 জুন : লোকসভা ভোটের পর থেকে BJP-তে যোগ দিয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা, কাউন্সিলর । তাতে বিশেষ আমল দিতে রাজি নন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, দুর্নীতির দায়ে ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন দলত্যাগী নেতারা । তাই পিঠ বাঁচাতে BJP-তে যাচ্ছেন । এনিয়ে কৈলাস বিজয়বর্গীয় পালটা বললেন, "তৃণমূলে সবাই কয়লা । সেখানে যারা হিরে রয়েছেন, তাঁদের আমরা BJP-তে নিয়ে যাচ্ছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা ভোটে রাজ্যে ধাক্কা খেয়েছে তৃণমূল । এরপরই ঘাসফুল শিবিরে ধস নেমেছে । বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর অনেক তৃণমূল নেতা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন । রাজনৈতিক মহলের বক্তব্য, এভাবে দলত্যাগীর সংখ্যা বাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল সুপ্রিমোর । প্রকাশ্যে অবশ্য দলত্যাগীদের নিয়ে মাথা ঘামাতে রাজি নন । বরং তাঁর দাবি, দুর্নীতির দায় থেকে বাঁচতেই গেরুয়া শিবিরে আশ্রয় নেওয়ার ঢল পড়েছে । গতকাল নজরুল মঞ্চে রাজ্যের সব পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকেও একই দাবি করেন । বলেন, "অর্ধেক লোক সারা বছর কাজ করে না । শুধু বাড়ি আর প্রোমোটিং করে । অডিটে ধরা পড়লেই অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে । ভাবছে অন্য দলে গিয়ে পার পেয়ে যাবে । ওখানে যাওয়া মানেই ফেঁসে গেল ।"

এনিয়ে আজ কৈলাস বলেন, "আমি তো প্রথম থেকেই বলছি, তৃণমূলের কাজলের কোঠিতে সবাই কালো আর কয়লায় ভরতি । যারা হিরে রয়েছেন, আমরা তাঁদের বের করছি । কয়লা খনির মধ্যে হিরে পাওয়া যায় । হিরে বের করে আমরা BJP-তে নিয়ে যাচ্ছি । বাকি তৃণমূল কংগ্রেস পুরো আবর্জনা ।"

কলকাতা, 19 জুন : লোকসভা ভোটের পর থেকে BJP-তে যোগ দিয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা, কাউন্সিলর । তাতে বিশেষ আমল দিতে রাজি নন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, দুর্নীতির দায়ে ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন দলত্যাগী নেতারা । তাই পিঠ বাঁচাতে BJP-তে যাচ্ছেন । এনিয়ে কৈলাস বিজয়বর্গীয় পালটা বললেন, "তৃণমূলে সবাই কয়লা । সেখানে যারা হিরে রয়েছেন, তাঁদের আমরা BJP-তে নিয়ে যাচ্ছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা ভোটে রাজ্যে ধাক্কা খেয়েছে তৃণমূল । এরপরই ঘাসফুল শিবিরে ধস নেমেছে । বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর অনেক তৃণমূল নেতা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন । রাজনৈতিক মহলের বক্তব্য, এভাবে দলত্যাগীর সংখ্যা বাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল সুপ্রিমোর । প্রকাশ্যে অবশ্য দলত্যাগীদের নিয়ে মাথা ঘামাতে রাজি নন । বরং তাঁর দাবি, দুর্নীতির দায় থেকে বাঁচতেই গেরুয়া শিবিরে আশ্রয় নেওয়ার ঢল পড়েছে । গতকাল নজরুল মঞ্চে রাজ্যের সব পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকেও একই দাবি করেন । বলেন, "অর্ধেক লোক সারা বছর কাজ করে না । শুধু বাড়ি আর প্রোমোটিং করে । অডিটে ধরা পড়লেই অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে । ভাবছে অন্য দলে গিয়ে পার পেয়ে যাবে । ওখানে যাওয়া মানেই ফেঁসে গেল ।"

এনিয়ে আজ কৈলাস বলেন, "আমি তো প্রথম থেকেই বলছি, তৃণমূলের কাজলের কোঠিতে সবাই কালো আর কয়লায় ভরতি । যারা হিরে রয়েছেন, আমরা তাঁদের বের করছি । কয়লা খনির মধ্যে হিরে পাওয়া যায় । হিরে বের করে আমরা BJP-তে নিয়ে যাচ্ছি । বাকি তৃণমূল কংগ্রেস পুরো আবর্জনা ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.