ETV Bharat / state

AQI In Kolkata: দিওয়ালিতে গত চার দশকে সবচেয়ে 'স্বাস্থ্যকর' তিলোত্তমা - দিওয়ালিতে গত চার দশকে সবচেয়ে স্বাস্থ্যকর তিলোত্তমা

দিওয়ালির পরদিন সকালে তিলোত্তমার বাতাসের গুণমান সূচক গত 40 বছরের মধ্যে সবচেয়ে ভালো বলে জানাচ্ছে সমীক্ষা (Diwali has the healthiest environment for Kolkata in last four decades) ৷ কারণটা ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) ৷

AQI In Kolkata
দিওয়ালিতে গত চার দশকে সবচেয়ে স্বাস্থ্যকর তিলোত্তমা
author img

By

Published : Oct 25, 2022, 10:24 PM IST

কলকাতা, 25 অক্টোবর: দিওয়ালি (Diwali) মানে আলোর পাশাপাশি বাজির উৎসবও বটে ৷ আর বাজির উৎসব মানেই শহর-মফস্বলে দূষণ সূচক পৌঁছবে শীর্ষে ৷ বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলো ৷ দিওয়ালির পরদিন সকালে অর্থাৎ মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে (New Delhi) ছবিটাও কিছুটা ভালো ৷ সমীক্ষা বলছে গত সাত বছরে সবচেয়ে স্বাস্থ্যকর ৷ কলকাতা সে তুলনায় এগিয়ে অনেকটাই ৷ দিওয়ালির পরদিন সকালে তিলোত্তমার বাতাসের গুণমান সূচক গত 40 বছরের মধ্যে সবচেয়ে ভালো বলে জানাচ্ছে সমীক্ষা (Diwali has the healthiest environment for Kolkata in last four decades) ৷ কারণটা অবশ্যই ঘূর্ণিঝড় সিত্রাং ৷

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রশাসনের গৃহীত সচেতনতামূলক ব্যবস্থাগুলির কারণেই গত চার দশকে দিওয়ালি পরবর্তী সবচেয়ে স্বাস্থ্যকর সকাল দেখল শহর কলকাতা। মনে করা হচ্ছে তেমনটাই ৷ একইসঙ্গে সোমবার সকাল থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াকিবহাল মহল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার বাতাসে দূষণ সূচক ছিল প্রায় 40। যা দীপাবলির সময় 200 mg/cu mtr পর্যন্ত বৃদ্ধি পায়।

পরিবেশবিদ এসএম ঘোষ বলেন, "আমরা খুশি যে এ বছর দূষণ সূচক এত ভালো অবস্থায় রয়েছে ৷ এটি বাড়তে আরও সময় লাগবে। যদি রাজ্য প্রশাসন AQI (Air Quality Index) সমস্যা সমাধানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করলে নভেম্বর-ডিসেম্বর মাসেও 200 mg/cu mtr অতিক্রম করবে না।"

মঙ্গলবার সকালে শিল্প শহর হাওড়ার AQI 36-এ নেমে আসে। 2021 সালে দিওয়ালির পরদিন হাওড়ার যা ছিল 265 এবং 2020 সালে ছিল 217।

গত বছর দিওয়ালির রাতে কলকাতার ফোর্ট উইলিয়ামে বাতাসের দূষণ সূচক ছিল 194 mg/cu mtr। যা এ বছর কমে 49-এ দাঁড়িয়েছে। বিধাননগরের ক্ষেত্রে একই সময়ে গতবছর দূষণ সূচক ছিল 229। এ বছর তা ছিল 39। বালিগঞ্জ, যাদবপুরের ক্ষেত্রে দূষণসূচক কমে দাঁড়িয়েছে 53 এবং 44-এ ৷

আরও পড়ুন: কালীপুজোয় ফের বাজির দাপট, পুলিশ-পর্ষদের ভূমিকায় ক্ষোভ পরিবেশ কর্মীদের

সাধারণত বাতাসে দূষণ সূচক 0-50-এর মধ্যে থাকা মানে সেটা স্বাস্থ্যকর ৷ 51-100 সন্তোষজনক, 101-200 মাঝারি, 201-300 খারাপ, 301-400 খুব খারাপ এবং 401-500 গুরুতর বলে মনে করা হয়। বাতাসে দূষণ সূচক কমলেও গত তিন বছরের তুলনায় এ বছর শব্দদূষণ বেশি হয়েছে বলে দাবি করেন পরিবেশবিদ এসএম ঘোষ। তিনি বলেন, "সবুজ বাজির শব্দের মাত্রা ছিল 110 থেকে 125 ডেসিবলের মধ্যে। কিন্তু বাংলায় শব্দের অনুমোদিত সীমা 90 ডেসিবল পর্যন্ত।"

কলকাতা, 25 অক্টোবর: দিওয়ালি (Diwali) মানে আলোর পাশাপাশি বাজির উৎসবও বটে ৷ আর বাজির উৎসব মানেই শহর-মফস্বলে দূষণ সূচক পৌঁছবে শীর্ষে ৷ বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলো ৷ দিওয়ালির পরদিন সকালে অর্থাৎ মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে (New Delhi) ছবিটাও কিছুটা ভালো ৷ সমীক্ষা বলছে গত সাত বছরে সবচেয়ে স্বাস্থ্যকর ৷ কলকাতা সে তুলনায় এগিয়ে অনেকটাই ৷ দিওয়ালির পরদিন সকালে তিলোত্তমার বাতাসের গুণমান সূচক গত 40 বছরের মধ্যে সবচেয়ে ভালো বলে জানাচ্ছে সমীক্ষা (Diwali has the healthiest environment for Kolkata in last four decades) ৷ কারণটা অবশ্যই ঘূর্ণিঝড় সিত্রাং ৷

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রশাসনের গৃহীত সচেতনতামূলক ব্যবস্থাগুলির কারণেই গত চার দশকে দিওয়ালি পরবর্তী সবচেয়ে স্বাস্থ্যকর সকাল দেখল শহর কলকাতা। মনে করা হচ্ছে তেমনটাই ৷ একইসঙ্গে সোমবার সকাল থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াকিবহাল মহল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার বাতাসে দূষণ সূচক ছিল প্রায় 40। যা দীপাবলির সময় 200 mg/cu mtr পর্যন্ত বৃদ্ধি পায়।

পরিবেশবিদ এসএম ঘোষ বলেন, "আমরা খুশি যে এ বছর দূষণ সূচক এত ভালো অবস্থায় রয়েছে ৷ এটি বাড়তে আরও সময় লাগবে। যদি রাজ্য প্রশাসন AQI (Air Quality Index) সমস্যা সমাধানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করলে নভেম্বর-ডিসেম্বর মাসেও 200 mg/cu mtr অতিক্রম করবে না।"

মঙ্গলবার সকালে শিল্প শহর হাওড়ার AQI 36-এ নেমে আসে। 2021 সালে দিওয়ালির পরদিন হাওড়ার যা ছিল 265 এবং 2020 সালে ছিল 217।

গত বছর দিওয়ালির রাতে কলকাতার ফোর্ট উইলিয়ামে বাতাসের দূষণ সূচক ছিল 194 mg/cu mtr। যা এ বছর কমে 49-এ দাঁড়িয়েছে। বিধাননগরের ক্ষেত্রে একই সময়ে গতবছর দূষণ সূচক ছিল 229। এ বছর তা ছিল 39। বালিগঞ্জ, যাদবপুরের ক্ষেত্রে দূষণসূচক কমে দাঁড়িয়েছে 53 এবং 44-এ ৷

আরও পড়ুন: কালীপুজোয় ফের বাজির দাপট, পুলিশ-পর্ষদের ভূমিকায় ক্ষোভ পরিবেশ কর্মীদের

সাধারণত বাতাসে দূষণ সূচক 0-50-এর মধ্যে থাকা মানে সেটা স্বাস্থ্যকর ৷ 51-100 সন্তোষজনক, 101-200 মাঝারি, 201-300 খারাপ, 301-400 খুব খারাপ এবং 401-500 গুরুতর বলে মনে করা হয়। বাতাসে দূষণ সূচক কমলেও গত তিন বছরের তুলনায় এ বছর শব্দদূষণ বেশি হয়েছে বলে দাবি করেন পরিবেশবিদ এসএম ঘোষ। তিনি বলেন, "সবুজ বাজির শব্দের মাত্রা ছিল 110 থেকে 125 ডেসিবলের মধ্যে। কিন্তু বাংলায় শব্দের অনুমোদিত সীমা 90 ডেসিবল পর্যন্ত।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.