ETV Bharat / state

Dilip Ghosh : সাংসদদের পৃথক রাজ্যের দাবি নাকচ দিলীপের, দলের সিদ্ধান্ত মানার নির্দেশ

জন বারলা (John Barla) এবং সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) পৃথক রাজ্যের দাবি নাকচ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । দলের সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দিলেন তিনি ৷

সাংসদদের পৃথক রাজ্যে দাবি নাকচ দিলীপের
সাংসদদের পৃথক রাজ্যে দাবি নাকচ দিলীপের
author img

By

Published : Jun 22, 2021, 10:51 PM IST

Updated : Jun 23, 2021, 1:34 AM IST

কলকাতা, 22 জুন : সাংসদদের বাংলা ভাগের দাবি ফের নাকচ করল বিজেপি ৷ বিজেপির দুই সাংসদ জন বারলা (John Barla) এবং সৌমিত্র খাঁ (Saumitra Khan) উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি জানান ৷ দলীয় দুই সাংসদের বাংলা ভাগের এই দাবিকে একপ্রকার নাকচ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বললেন, "দলে থাকতে হলে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করতে হবে ৷"

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, "রাজ্য প্রশাসনের অপদার্থতার জন্য পশ্চিমবঙ্গ জুড়ে হতাশা তৈরি হয়েছে । সুযোগ এসেছে বলেই আজ সবাই নিজের মতামত ব্যক্ত করেছেন । আর বাংলার জনপ্রতিনিধিরা যে অঞ্চলে রয়েছেন সেখানকার মানুষের কথাই বলেছেন । তাঁরা অত্যাচারিত, বঞ্চিত, শোষিত । তবে রাজ্য প্রশাসনের অপর্দথতার জন্য বাংলার মানুষের মনে এই হতাশা এসেছে ।"

রবিবার সাংবাদিক বৈঠকে সাংসদদের পৃথক রাজ্যের দাবি নাকচ করলেন দিলীপ ঘোষ

একথা বললেও এদিন সাংবাদিক বৈঠকে সাংসদদের বক্তব্যকে সমর্থন করলেন না দিলীপ । তবে বলেন, "উত্তরবঙ্গে গোর্খাল্যান্ডের জন্য খুব বড় আন্দোলন হয়েছিল । দীর্ঘদিন আন্দোলন চলেছিল । সেই আন্দোলনের বিক্ষোভের জেরে উত্তরবঙ্গে বহু সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে । অনেক রাজনৈতিক দলই তাকে সমর্থনও করেছিল । তখন ভাবমূর্তি নষ্ট হয়নি । তা হলে এখন কেন এত বাড়াবাড়ি হচ্ছে ?"

এদিকে পৃথক রাজ্যের দাবি নিয়ে এদিন কিছুটা নরম মনোভাব দেখিয়েছেন সৌমিত্র খাঁও । মঙ্গলবার দিল্লি থেকে তিনি জানান, এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য ছিল । তাঁর বক্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।

আরও পড়ুন : রাজ্যপাল অশুভ শক্তির অভিভাবক, বঙ্গভঙ্গ নিয়ে তোপ কুণালের

কলকাতা, 22 জুন : সাংসদদের বাংলা ভাগের দাবি ফের নাকচ করল বিজেপি ৷ বিজেপির দুই সাংসদ জন বারলা (John Barla) এবং সৌমিত্র খাঁ (Saumitra Khan) উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি জানান ৷ দলীয় দুই সাংসদের বাংলা ভাগের এই দাবিকে একপ্রকার নাকচ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বললেন, "দলে থাকতে হলে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করতে হবে ৷"

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, "রাজ্য প্রশাসনের অপদার্থতার জন্য পশ্চিমবঙ্গ জুড়ে হতাশা তৈরি হয়েছে । সুযোগ এসেছে বলেই আজ সবাই নিজের মতামত ব্যক্ত করেছেন । আর বাংলার জনপ্রতিনিধিরা যে অঞ্চলে রয়েছেন সেখানকার মানুষের কথাই বলেছেন । তাঁরা অত্যাচারিত, বঞ্চিত, শোষিত । তবে রাজ্য প্রশাসনের অপর্দথতার জন্য বাংলার মানুষের মনে এই হতাশা এসেছে ।"

রবিবার সাংবাদিক বৈঠকে সাংসদদের পৃথক রাজ্যের দাবি নাকচ করলেন দিলীপ ঘোষ

একথা বললেও এদিন সাংবাদিক বৈঠকে সাংসদদের বক্তব্যকে সমর্থন করলেন না দিলীপ । তবে বলেন, "উত্তরবঙ্গে গোর্খাল্যান্ডের জন্য খুব বড় আন্দোলন হয়েছিল । দীর্ঘদিন আন্দোলন চলেছিল । সেই আন্দোলনের বিক্ষোভের জেরে উত্তরবঙ্গে বহু সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে । অনেক রাজনৈতিক দলই তাকে সমর্থনও করেছিল । তখন ভাবমূর্তি নষ্ট হয়নি । তা হলে এখন কেন এত বাড়াবাড়ি হচ্ছে ?"

এদিকে পৃথক রাজ্যের দাবি নিয়ে এদিন কিছুটা নরম মনোভাব দেখিয়েছেন সৌমিত্র খাঁও । মঙ্গলবার দিল্লি থেকে তিনি জানান, এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য ছিল । তাঁর বক্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।

আরও পড়ুন : রাজ্যপাল অশুভ শক্তির অভিভাবক, বঙ্গভঙ্গ নিয়ে তোপ কুণালের

Last Updated : Jun 23, 2021, 1:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.