কলকাতা, 22 জুন : সাংসদদের বাংলা ভাগের দাবি ফের নাকচ করল বিজেপি ৷ বিজেপির দুই সাংসদ জন বারলা (John Barla) এবং সৌমিত্র খাঁ (Saumitra Khan) উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি জানান ৷ দলীয় দুই সাংসদের বাংলা ভাগের এই দাবিকে একপ্রকার নাকচ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বললেন, "দলে থাকতে হলে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করতে হবে ৷"
এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, "রাজ্য প্রশাসনের অপদার্থতার জন্য পশ্চিমবঙ্গ জুড়ে হতাশা তৈরি হয়েছে । সুযোগ এসেছে বলেই আজ সবাই নিজের মতামত ব্যক্ত করেছেন । আর বাংলার জনপ্রতিনিধিরা যে অঞ্চলে রয়েছেন সেখানকার মানুষের কথাই বলেছেন । তাঁরা অত্যাচারিত, বঞ্চিত, শোষিত । তবে রাজ্য প্রশাসনের অপর্দথতার জন্য বাংলার মানুষের মনে এই হতাশা এসেছে ।"
একথা বললেও এদিন সাংবাদিক বৈঠকে সাংসদদের বক্তব্যকে সমর্থন করলেন না দিলীপ । তবে বলেন, "উত্তরবঙ্গে গোর্খাল্যান্ডের জন্য খুব বড় আন্দোলন হয়েছিল । দীর্ঘদিন আন্দোলন চলেছিল । সেই আন্দোলনের বিক্ষোভের জেরে উত্তরবঙ্গে বহু সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে । অনেক রাজনৈতিক দলই তাকে সমর্থনও করেছিল । তখন ভাবমূর্তি নষ্ট হয়নি । তা হলে এখন কেন এত বাড়াবাড়ি হচ্ছে ?"
এদিকে পৃথক রাজ্যের দাবি নিয়ে এদিন কিছুটা নরম মনোভাব দেখিয়েছেন সৌমিত্র খাঁও । মঙ্গলবার দিল্লি থেকে তিনি জানান, এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য ছিল । তাঁর বক্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।
আরও পড়ুন : রাজ্যপাল অশুভ শক্তির অভিভাবক, বঙ্গভঙ্গ নিয়ে তোপ কুণালের