কলকাতা, 27 ডিসেম্বর: আগামী 30 ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি ৷ অন্যদিকে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷
এদিন দিলীপ ঘোষ বলেন,"দলের সংগঠন কতটা শক্তিশালী, তা বোঝা যায় রাজ্যে ভোট হলে । 2018 থেকে পঞ্চায়েতে রাজ্যে আমাদের অর্থাৎ বিজেপির উত্থান দেখা যাচ্ছে । তৃণমূল ভয় পেয়ে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে । আমাদের কর্মী সমর্থকদের মারধর করছে । এবারে যদি ঠিকভাবে ভোট হয় তাহলে আমরা আশাবাদী যে পঞ্চায়েতে বিজেপির জয় হবে । ইতিমধ্যেই এক হাজারের উপর পঞ্চায়েতে আমাদের কর্মী সম্মেলন করা হয়ে গিয়েছে ।"
রাজ্য পুলিশের করা মামলায় অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises TMC) বলেন,"সার্বিকভাবেই রাজ্যে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাদের বাঁচাতে ব্যস্ত পুলিশ, এখন দলটাই বাঁচিয়ে চলেছে পুলিশ । রাতারাতি এফআইআর, আদালত থেকে পুলিশ হেফাজত এখন জামিন - সবটাই নেক্সাস হিসেবে চলছে । তবে এত কিছু করেও বাঁচানো যাবে না । ইডি দিল্লি নিয়ে যাবে । দিল্লির চা খেতেই হবে ।"
আরও পড়ুন: তৃণমূল ছেড়েই শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লবের
কংগ্রেস নেতা আলি ইমরান রমজ অভিযোগ করেছেন, যে ওএমআর শিটগুলি বিকৃত করা হয়েছে তার মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম ও চাকুলিয়ার বিজেপি নেতা আসীম মৃধার ভাই অনুপকুমারর মৃধার নাম রয়েছে । এই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষের সাফাই হল,"চাকরি তো আর কেউ পাচ্ছে না । চাকরি তো মুড়ি-মুরকির মত বাজারে বিক্রি হচ্ছে । বাজারে বিক্রি হলে লোকে কিনবে না কেন? দল এখানে কোথায়? এই তালিকার ক্ষেত্রেও অভিযোগ উঠছে । অনেকে বলছে আমি পরীক্ষা দিয়েছি আমার নামও তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে । এই বিষয়গুলি আরও ভালো করে খতিয়ে দেখা উচিত । প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হল । অনেক কিছুই হচ্ছে । করাকরি হচ্ছে । পরীক্ষার সময় করাকরির নামে শাখা পলা খুলতেও দেখলাম । কিছুর মধ্যে মানুষ কিন্তু ভরসা পাচ্ছে না ।"
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় বীরভূমের তৃণমূল নেতা বিপ্লব ওঝা যোগদান করেছেন । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন,"এটা নতুন কিছু ন য়। রোজই আমাদের দলে কেউ না কেউ যোগ দিচ্ছেন ।"