কলকাতা, 26 মার্চ : কোরোনার জেরে রাজ্যের একাধিক প্রান্তে বিঘ্নিত সংবাদপত্রের বণ্টন। একাধিক জায়গাতেই সংবাদপত্র নিতে চাইছেন না অনেকে । কোথাও বা পৌঁছাতেই পারছে না সংবাদপত্র । এর জেরে মাথায় হাত পড়েছে বিক্রেতাদের । অবস্থা স্বাভাবিক করতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিল পশ্চিমবঙ্গ সংবাদপত্র বিক্রেতা সমিতি।
কোরোনার জেরে স্তব্ধ রাজ্য। যেহেতু যাবতীয় পরিবহন পরিষেবা বন্ধ, তাই অনেক এলাকায় পৌঁছাতে পারছে না সংবাদপত্র । এর মাঝেই সংবাদপত্র বিক্রেতারা মারাত্মক ঝুঁকির মধ্য দিয়ে রাজ্যের নানা প্রান্তে বাড়ি বাড়ি তা বিলি করছেন। জনবহুল বাজারেও সংবাদপত্র নিয়ে বসে পড়ছেন। বিক্রেতা সমিতির একাংশের তরফে জানানো হয়েছে,যেহেতু কোনওরকম প্রতিরোধক ছাড়াই খবরের কাগজ বিক্রি করে চলেছেন, তাই গ্রাহকরাও তাঁদের কাছ থেকে কাগজ নিতে চাইছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বণ্টন পরিষেবা ।
পশ্চিমবঙ্গ সংবাদপত্র বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক শিহরণ আচার্য জানান, চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে যাতে হকারদের পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজ়ার সরবরাহ করা হয় । প্রতিটি হকারের জন্য গ্লাভস এবং মাস্কের ব্যবস্থা করা হয় । পাশাপাশি হকারদের জন্য যদি পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয় ।