ETV Bharat / state

দিল্লির হিংসা পরিকল্পিত গণহত্যা : মমতা - mamata banerjee attacks bjp on delhi violence

দিল্লির ঘটনা নিয়ে BJP কে আক্রমণ মমতার । তাঁর বক্তব্য, দিল্লিতে পরিকল্পনা করে গণহত্যা করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 2, 2020, 2:20 PM IST

Updated : Mar 2, 2020, 4:20 PM IST

কলকাতা, 2 মার্চ : দিল্লির হিংসায় নাম না করে BJP-কে কটাক্ষ মমতার । বলেন, "পরিকল্পনা করেই গণহত্যা করা হয়েছে দিল্লিতে । প্রতিদিন নালা খুলছে আর লুকানো মৃতদেহ বেরোচ্ছে ।"

পৌরসভা নির্বাচনের আগে দলের রণকৌশল ঠিক করতে আজ নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই দিল্লি হিংসা, CAA, NRC সহ একাধিক ইশুতে BJP কে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, "একটা দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে । আর মানুষকে NRC-র নামে হত্যা, হিংসা, রক্ত উপহার দিয়েছে । দিল্লিতে গুজরাত মডেল নিয়ে এসেছে । তাদের রাজ্যে মেয়েরা অত্যাচারিত হয়ে অভিযোগ করলে পুড়িয়ে মারা হয়। আমি চাই যারা গোলি মারো বলে প্ররোচনা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক । গোলি মারা ভাষাটা অন্যায়, দানবিক, বেআইনি। কলকাতায় স্লোগান উঠেছিল, আমি তিনজনকে গ্রেপ্তার করিয়েছি।"

দিল্লির আইন-শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতার বক্তব্য, "দিল্লির পুলিশ তো কেন্দ্রীয় সরকারের অধীনে । তাদের কাছে সেনা CISF, CRPF সব ছিল। এত কিছু থাকার পরও কেন এরকম হল দিল্লিতে ? যারা দিল্লির মতো একটা ছোটো জায়গা সামলাতে পারে না । তারা দেশ শাসন করবে ?"

CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে দিল্লিতে মৃতের সংখ্যা এ পর্যন্ত 46 । জখম শতাধিক । অশান্ত দিল্লি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একাধিক জল্পনা শুরু হয়েছে । আজ সেই ঘটনায় BJP-র রাজনীতিকে জাতপাত ও ধর্মভেদের রাজনীতি বলে কটাক্ষ করেন মমতা। বলেন, "জাতের নামে জাঁতাকল । জাতের নামে বজ্জাতি, সব জালিয়াত খেলা চলছে। যতদিন দেশ থেকে BJP বিদায় না নেবে আমাদের লড়াই করতে হবে।"

মোতেরা স্টেডিয়ামে ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ তুলে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন মমতা । বলেন, "বিবেকানন্দের নাম ভুল বলছে । আমি ট্রাম্পকে দোষ দিই না । দোষ আমাদের । কারণ আমরা তাঁকে বোঝাতে পারিনি বিবেকানন্দ কে ?" দেশের অর্থনীতির প্রসঙ্গ তুলে মমতার কটাক্ষ, "দেশে অর্থনীতির কী হাল ? ব্যাঙ্ক বেহাল ? আন্তর্জাতিক বাজারে ভারতের যে সম্মান ছিল আজ তা তলিয়ে গেছে। আর ওরা যখন যা পারছে ইতিহাস, প্রতিষ্ঠানের নাম সবকিছু বদলে দিচ্ছে।"

গতকাল রাজ্যে সভা করতে এসেছিলেন অমিত শাহ । অমিত শাহকে কটাক্ষ করে মমতার বক্তব্য, "ওরা না কি বাংলা ভূমিপুত্রদের দেবে ? আমরা কী ? আমাদের কি NRC করে তাড়াবে ? কাশ্মীর দখল করল, আমার রাজ্যে 6টি রক্তমাখা মৃতদেহ এল । মালদার লোকজন কাজ করতে গেলে জেলে ভরে দেওয়া হল । তাই দেশ থেকে BJP কে তাড়াতে হলে আমাদের লড়ে যেতে হবে । আর 2021 দেখিয়ে দেবে, কীভাবে দেশ থেকে BJP তাড়ানো যায় ।"

কলকাতা, 2 মার্চ : দিল্লির হিংসায় নাম না করে BJP-কে কটাক্ষ মমতার । বলেন, "পরিকল্পনা করেই গণহত্যা করা হয়েছে দিল্লিতে । প্রতিদিন নালা খুলছে আর লুকানো মৃতদেহ বেরোচ্ছে ।"

পৌরসভা নির্বাচনের আগে দলের রণকৌশল ঠিক করতে আজ নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই দিল্লি হিংসা, CAA, NRC সহ একাধিক ইশুতে BJP কে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, "একটা দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে । আর মানুষকে NRC-র নামে হত্যা, হিংসা, রক্ত উপহার দিয়েছে । দিল্লিতে গুজরাত মডেল নিয়ে এসেছে । তাদের রাজ্যে মেয়েরা অত্যাচারিত হয়ে অভিযোগ করলে পুড়িয়ে মারা হয়। আমি চাই যারা গোলি মারো বলে প্ররোচনা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক । গোলি মারা ভাষাটা অন্যায়, দানবিক, বেআইনি। কলকাতায় স্লোগান উঠেছিল, আমি তিনজনকে গ্রেপ্তার করিয়েছি।"

দিল্লির আইন-শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতার বক্তব্য, "দিল্লির পুলিশ তো কেন্দ্রীয় সরকারের অধীনে । তাদের কাছে সেনা CISF, CRPF সব ছিল। এত কিছু থাকার পরও কেন এরকম হল দিল্লিতে ? যারা দিল্লির মতো একটা ছোটো জায়গা সামলাতে পারে না । তারা দেশ শাসন করবে ?"

CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে দিল্লিতে মৃতের সংখ্যা এ পর্যন্ত 46 । জখম শতাধিক । অশান্ত দিল্লি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একাধিক জল্পনা শুরু হয়েছে । আজ সেই ঘটনায় BJP-র রাজনীতিকে জাতপাত ও ধর্মভেদের রাজনীতি বলে কটাক্ষ করেন মমতা। বলেন, "জাতের নামে জাঁতাকল । জাতের নামে বজ্জাতি, সব জালিয়াত খেলা চলছে। যতদিন দেশ থেকে BJP বিদায় না নেবে আমাদের লড়াই করতে হবে।"

মোতেরা স্টেডিয়ামে ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ তুলে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন মমতা । বলেন, "বিবেকানন্দের নাম ভুল বলছে । আমি ট্রাম্পকে দোষ দিই না । দোষ আমাদের । কারণ আমরা তাঁকে বোঝাতে পারিনি বিবেকানন্দ কে ?" দেশের অর্থনীতির প্রসঙ্গ তুলে মমতার কটাক্ষ, "দেশে অর্থনীতির কী হাল ? ব্যাঙ্ক বেহাল ? আন্তর্জাতিক বাজারে ভারতের যে সম্মান ছিল আজ তা তলিয়ে গেছে। আর ওরা যখন যা পারছে ইতিহাস, প্রতিষ্ঠানের নাম সবকিছু বদলে দিচ্ছে।"

গতকাল রাজ্যে সভা করতে এসেছিলেন অমিত শাহ । অমিত শাহকে কটাক্ষ করে মমতার বক্তব্য, "ওরা না কি বাংলা ভূমিপুত্রদের দেবে ? আমরা কী ? আমাদের কি NRC করে তাড়াবে ? কাশ্মীর দখল করল, আমার রাজ্যে 6টি রক্তমাখা মৃতদেহ এল । মালদার লোকজন কাজ করতে গেলে জেলে ভরে দেওয়া হল । তাই দেশ থেকে BJP কে তাড়াতে হলে আমাদের লড়ে যেতে হবে । আর 2021 দেখিয়ে দেবে, কীভাবে দেশ থেকে BJP তাড়ানো যায় ।"

Last Updated : Mar 2, 2020, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.