কলকাতা, 24 অগস্ট: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বৃহস্পতিবার দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ৷ সেই কারণে এ দিন তাঁরা পৌঁছে যান বিধানসভায় ৷ সেখানে শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন । এ দিন দুপুর দেড়টা নাগাদ তাঁরা আসেন ৷ শুভেন্দুর হাতে একটি স্মারকলিপি তুলে দেন ৷ ওই প্রতিনিধি দল এসেছিল সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের নেতৃত্বে ৷ বিধানসভায় তাঁদের বিষয়টি তুলে ধরায় তাঁরা শুভেন্দুকে ধন্যবাদ জানান ৷ শুভেন্দু পরবর্তীতে তাঁদের বিষয়টি বিধানসভায় আবার তুলবেন বলে আশ্বাস দিয়েছেন, এমনটাই দাবি মঞ্চের ৷
যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘210 দিন ধরে আমরা বসে আছি । বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সময় চেয়েছি । কিন্ত মুখ্যমন্ত্রীর আমাদের মুখোমুখি হননি । আমরা বিধানসভার বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানালাম । কারণ, তিনি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি বিধানসভায় তুলেছেন । আবার যাতে সরকারি কর্মচারীদের বিষয়টি তোলেন, তার আবেদন জানালাম । যাতে সরকারকে এই বিষয়টি নিয়ে চেপে ধরেন । শুভেন্দু অধিকারী আমাদের কথা দিয়েছেন ফের মহার্ঘ ভাতার বিষয়টি তিনি আবারও বিধানসভায় তুলবেন । তিনি এই আন্দোলনরত সরকারি কর্মচারীদের দাবির পাশেই রয়েছেন ।’’
এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন । বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে । এই অবস্থায় ওঁরা এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, যাতে তাঁদের অভাব অভিযোগের বিষয়টি আমরা বিধানসভায় উত্থাপন করি । কিন্তু সমস্যার বিষয় হল, এবারের অধিবেশনে যেহেতু বাজেট বা অর্থবিলের বিষয় নিয়ে আলোচনা নেই, তাই আলাদা করে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনার সুযোগ কম । তার উপর রাজ্যের শাসক দল অর্থ ও পার্বত্য বিষয়ক দফতর এবং সংখ্যালঘু বিষয়ক প্রশ্নগুলি বিধানসভায় এড়িয়ে যায় অথবা তারা কোনোভাবেই বিধানসভায় এই নিয়ে জবাব দিতে চান না । ফলে এই নিয়ে আলাদা করে আলোচনার সুযোগ কম ।’’
আরও পড়ুন: খেজুরিতে শুভেন্দুর সভা আটকানোর প্রচেষ্টা, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের
তিনি আরও বলেন, ‘‘তবে বাদল অধিবেশনের প্রথম পর্যায়ে উল্লেখ পর্বে, বাজারদর মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনার ফাঁকেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি আমি উত্থাপন করেছিলাম । একই সঙ্গে পেনশন প্রাপকদের কথা এবং অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের কথাও তুলে ধরেছিলাম ।’’