ETV Bharat / state

আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে - ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝামাঝি মারাকা উপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে । ঝড়-বৃষ্টি চলাকালীন হাওয়ার গতিবেগ থাকবে প্রায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা ।

ছবি
ছবি
author img

By

Published : May 1, 2020, 2:30 PM IST

কলকাতা, 1 মে : ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝামাঝি মারাকা উপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত । যার অবস্থান এখন দক্ষিণ আন্দামান সাগরে । ক্রমশ সেই ঘূর্ণাবর্ত আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস । শক্তিশালী ঘূর্ণাবর্তটি প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ও পরবর্তী সময়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মায়নামার উপকূলে প্রবেশ করবে । এর জেরে সমুদ্র উপকূলে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে । ঘূর্ণাবর্তের জেরে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পাশাপাশি আগামী 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ নদিয়া আগামী ঝড় ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ঝড়-বৃষ্টি চলাকালীন হাওয়ার গতিবেগ থাকবে প্রায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা । আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে ।

উত্তরবঙ্গেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে । ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও । আগামীকাল থেকে উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে বলে জনিয়েছে আবহাওয়া অফিস ।

কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজও বিক্ষিপ্তভাবে ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে । কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 53 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 1 মে : ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝামাঝি মারাকা উপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত । যার অবস্থান এখন দক্ষিণ আন্দামান সাগরে । ক্রমশ সেই ঘূর্ণাবর্ত আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস । শক্তিশালী ঘূর্ণাবর্তটি প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ও পরবর্তী সময়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মায়নামার উপকূলে প্রবেশ করবে । এর জেরে সমুদ্র উপকূলে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে । ঘূর্ণাবর্তের জেরে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পাশাপাশি আগামী 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ নদিয়া আগামী ঝড় ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ঝড়-বৃষ্টি চলাকালীন হাওয়ার গতিবেগ থাকবে প্রায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা । আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে ।

উত্তরবঙ্গেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে । ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও । আগামীকাল থেকে উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে বলে জনিয়েছে আবহাওয়া অফিস ।

কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজও বিক্ষিপ্তভাবে ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে । কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 53 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.