কলকাতা, 25 অক্টোবর: আছড়ে পড়ল অতিপ্রবল ঘূর্ণিঝড় হামুন। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ দক্ষিণ চট্টগ্রামের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। মনে করা হচ্ছে, আছড়ে পড়ার আগেই বেশ খানিকটা শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড। আর তাই আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 75 থেকে 85 কিলোমিটার। এখন তা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে খেপুপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের অভিমুখ দেখে আলিপুর আবহাওয়া দফতর আগেই অনুমান করেছিল, এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব রাজ্যের উপর পড়বে না। হাওয়া অফিসের সেই অনুমানই ক্রমশ সত্যি হচ্ছে।
এখন যা পরিস্থিতি তাতে কেবলমাত্র সুন্দরবনের উপর এই ঘূর্ণিঝড়ের সামান্য প্রভাব পড়লেও পড়তে পারে। হাওয়া অফিসের অনুমান, ঘণ্টায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ায় মৎস্যজীবীদের আপাতত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, গত 24 ঘণ্টায় ঘুর্নিঝড় হামুনের প্রভাবে দক্ষিনবঙ্গের উপকুল সংলগ্ন পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলী কলকাতায় সামান্য বৃষ্টি হয়েছে। আজ বুধবারও অবস্থার বিশেষ পরিবর্তন হবে না।
আগামিকাল থেকে আবহাওয়া মোটের উপর খটখটেই থাকবে। মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং 24.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সামান্য বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে, হামুন উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিনত হবে। এর আরও 6 ঘণ্টা পরে তা নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আপাতত কয়েকদিন ভারী বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঘূর্ণিঝড়ের জেরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:টালা প্রত্যয়-সহ 4 পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার দিলেন রাজ্যপাল