কলকাতা, 29 অগাস্ট : রাজ্যের বিভিন্ন জায়গার প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করছে প্রশান্ত কিশোরের টিম । যা নিয়ে রীতিমতো বিরক্ত মুজফফর আহমেদ ভবনের CPI(M)-এর শীর্ষ নেতৃত্ব । কয়েকদিন আগে উত্তরবঙ্গের এক প্রাক্তন CPI(M) বিধায়কের কাছে গিয়েছিল তৃণমূলের 'ভোট ম্যানেজ মাস্টার' প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা । গতকাল রাজ্যের প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের সঙ্গে টেলিফোনে প্রশান্ত কিশোরের টিমের প্রতিনিধিরা যোগাযোগ করেন বলেও জানা গিয়েছে । লাগাতার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে CPI(M) নেতৃত্ব । ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা করছে রাজ্য নেতৃত্ব ।
2021 সালের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সময় রাজ্যের বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোরের টিম যোগাযোগ করতে পারে এই আশঙ্কায়, সমস্ত বাম নেতা, কর্মী এবং প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের টেলিফোন রেকর্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনের পক্ষ থেকে । CPI(M) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার জানিয়েছেন, “সমস্ত বিষয়টি নজরে রাখা হয়েছে । কতদূর যোগাযোগ করতে পারে প্রশান্ত কিশোরের টিম তা দেখা হচ্ছে । গতকাল রাজ্যের প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের সঙ্গেও যোগাযোগ করেছিল প্রশান্ত কিশোরের টিম । এন্টালি বিধানসভার প্রাক্তন বিধায়ক কীভাবে এলাকার কাজ করেছেন তা জানতে চাওয়া হয়েছে দেবেশ দাসের কাছে । দেবেশ দাসের সঙ্গে তাঁরা বৈঠক করতে চেয়েছিলেন ।”
দেবেশ দাস জানিয়েছেন, "আমি প্রশান্ত কিশোর বা পিকের টিমের নাম শুনেই বৈঠকে বসার প্রস্তাব খারিজ করে দিই । ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটাতে পারে প্রশান্ত কিশোরের টিম সেদিকে নজর রাখা হচ্ছে ।" বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বা CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সমগ্র বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ । তাঁদের মন্তব্য, "বামপন্থীরা সহজেই বিক্রি হয়ে যায় না । সবার শিরদাঁড়া বিক্রি হয় না । রাজ্যের মানুষ আগামীদিনে এদের উচিত জবাব দেবে ।"