কলকাতা, 7 জানুয়ারি: জামিনের জন্য নানা যুক্ত দেখিয়েও ফল পেলেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) গ্রেফতার হওয়া এই দু’জনকে জেলেই থাকতে হবে আপাতত ৷ শনিবার নগর দায়রা আদালতে এই নিয়ে শুনানি ছিল ৷ ভার্চুয়ালি দু’জনকে এজলাসে পেশ করা হয় ৷ শুনানি শেষে বিচারক দু’জনকে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন ৷
আদালত সূত্রে খবর, এদিন শুনানিতে পার্থ ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা নিজেদের চিকিৎসা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেছিলেন ৷ তাঁর শারীরিক অবস্থা ভালো নয় বলে বিচারককে জানান পার্থ চট্রোপাধ্যায় । তিনি বলেন, "জেলে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না ।" একই ভাবে অর্পিতাও বিচারককে শারীরিক অসুস্থতার কথা জানান । অর্পিতা বলেন, “জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও সেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না । জেলের যে ওয়ার্ডে থাকতে দেওয়া হয়েছে, সেখানে থাকা খুবই কষ্টকর ।”
সেই যুক্তিতেই দু’জন আইনজীবী মারফত জামিনের আবেদন করেন ৷ কিন্তু সেই আবেদন মঞ্জুর করেননি বিচারক ৷ বরং তাঁদের জেল হেফাজতেই পাঠিয়েছেন ৷ তবে বিচারক দু’জনের বক্তব্য শোনার পর নির্দেশে বিষয়টি উল্লেখ করেছেন, যাতে তাঁদের পর্যাপ্ত চিকিৎসার সুবিধা দেওয়া হয় ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর জুলাইয়ের শেষে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন রাজ্য়ের তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে কয়েক দফায় কয়েক কোটি টাকা উদ্ধার হয় ৷ অর্পিতাকেও সেই সময় গ্রেফতার করা হয় ৷ তাঁদের গ্রেফতার করে ইডি (ED) ৷ পরে অবশ্য সিবিআইও (CBI) তাঁদের গ্রেফতার করে ৷
ইডি ও সিবিআই হেফাজতে থাকার পর জেল হেফাজতেই রয়েছেন দু’জনে ৷ পার্থর ঠিকানা প্রেসিডেন্সি জেল ৷ আর অর্পিতা রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে ৷ আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের সেখানেই থাকতে হবে ৷
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল, আলিপুর আদালতে বললেন পার্থ