কলকাতা, 26 এপ্রিল : রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 38 জন । এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 461 । মৃত্যু হয়েছে 20 জনের । 105 জন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানানো হয়েছে ।
একই দিনে দু'জনের মৃত্যু হওয়ায় কোরোনায় মৃতের সংখ্যা 18 থেকে বেড়ে হয়েছে 20 । মৃত্যু হয়েছে এক চিকিৎসকের । গার্ডেনরিচের এক যুবকেরও মৃত্যু হয়েছে । তবে, দু'টি মৃত্যুর ঘটনাই খতিয়ে দেখবে অডিট কমিটি ।
কোরোনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে বলে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে 10 হাজার 893 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে । তবে, পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে । 66টি হাসপাতালে কোরোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । কোনও হাসপাতাল যাতে কোরোনা আক্রান্ত রোগীকে প্রত্যাখ্যান না করে তার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । এখনও পর্যন্ত রাজ্যে হোম কোয়ারানটিনে রয়েছে 21 হাজার 288জন ।