ETV Bharat / state

রাজ্যে রেকর্ড সংখ্যক; একদিনে কোরোনা আক্রান্ত 130, মৃত আরও 9

এ রাজ্যে বর্তমানে মোট 1,678জন কোরোনা আক্রান্ত । গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোরোনায় আরও ন'জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 88 । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে আজ এমনই জানানো হয়েছে ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : May 8, 2020, 11:06 PM IST

কলকাতা, 8 মে : গত 24 ঘণ্টায় এ রাজ্যে 130জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল । একদিনে এত বেশি সংখ্যায় কোরোনা আক্রান্তের খোঁজ এ রাজ্যে এই প্রথম । রেকর্ড সংখ্যক এই কোরোনা আক্রান্তের সংখ্যা নিয়ে এ রাজ্যে বর্তমানে মোট 1,678জন কোরোনা আক্রান্ত । গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোরোনায় আরও ন'জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 88 । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে আজ এমনই জানানো হয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, এ রাজ‍্যে বুধবার একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 112জন । গতকাল একদিনে এ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 92 । তবে, গত 24 ঘণ্টায় অর্থাৎ, এক দিনে এই রাজ্যে 130জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । এই নিয়ে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1,678 । এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1,195 । গতকালের বুলেটিনে জানানো হয়েছিল, এ রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে 79জনের মৃত্যু হয়েছে ।

আজ বুলেটিনে জানানো হয়েছে, কোরোনায় মৃত্যু হয়েছে 88 জনের । অর্থাৎ, গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোরোনায় আরও ন'জনের মৃত্যু হল । এ দিন পর্যন্ত কোরোনায় আক্রান্ত অন্য আরও 72জনের মৃত্যু হয়েছে এ রাজ‍্যে । এই 72জনের মৃত্যু কোরোনায় নয়, অন্য রোগে হয়েছে বলে আগেই জানিয়েছে রাজ্য সরকার । এ দিনের বুলেটিনে জানানো হয়েছে, আজ পর্যন্ত এ রাজ‍্যে 323জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোরোনায় আক্রান্ত, মৃত্যু এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়ার তথ্য এই বুলেটিনে দেওয়া হয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এ দিনের বুলেটিন অনুযায়ী, আজ 3,015টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এই দিন পর্যন্ত এ রাজ্যে 35,767টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত প্রত্যেক 10 লাখ জনসংখ্যার মধ্যে 397 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । এ রাজ্যে এখন 17টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে ।

কলকাতা, 8 মে : গত 24 ঘণ্টায় এ রাজ্যে 130জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল । একদিনে এত বেশি সংখ্যায় কোরোনা আক্রান্তের খোঁজ এ রাজ্যে এই প্রথম । রেকর্ড সংখ্যক এই কোরোনা আক্রান্তের সংখ্যা নিয়ে এ রাজ্যে বর্তমানে মোট 1,678জন কোরোনা আক্রান্ত । গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোরোনায় আরও ন'জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 88 । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে আজ এমনই জানানো হয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, এ রাজ‍্যে বুধবার একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 112জন । গতকাল একদিনে এ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 92 । তবে, গত 24 ঘণ্টায় অর্থাৎ, এক দিনে এই রাজ্যে 130জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । এই নিয়ে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1,678 । এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1,195 । গতকালের বুলেটিনে জানানো হয়েছিল, এ রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে 79জনের মৃত্যু হয়েছে ।

আজ বুলেটিনে জানানো হয়েছে, কোরোনায় মৃত্যু হয়েছে 88 জনের । অর্থাৎ, গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোরোনায় আরও ন'জনের মৃত্যু হল । এ দিন পর্যন্ত কোরোনায় আক্রান্ত অন্য আরও 72জনের মৃত্যু হয়েছে এ রাজ‍্যে । এই 72জনের মৃত্যু কোরোনায় নয়, অন্য রোগে হয়েছে বলে আগেই জানিয়েছে রাজ্য সরকার । এ দিনের বুলেটিনে জানানো হয়েছে, আজ পর্যন্ত এ রাজ‍্যে 323জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোরোনায় আক্রান্ত, মৃত্যু এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়ার তথ্য এই বুলেটিনে দেওয়া হয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এ দিনের বুলেটিন অনুযায়ী, আজ 3,015টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এই দিন পর্যন্ত এ রাজ্যে 35,767টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত প্রত্যেক 10 লাখ জনসংখ্যার মধ্যে 397 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । এ রাজ্যে এখন 17টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.