কলকাতা, 6 মার্চ: বাবা কুশল বাগচী বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী । কিন্তু, ছেলে কৌস্তভ বাগচী (Koustav Bagchi) মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় কংগ্রেসের (Congress) সমর্থক । তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কট্টর বিরোধীও । তেমনই দলীয় নেতাদের 'ভুল' অবস্থানেরও ঘোরতর বিরোধী । উদাহরণ, মেট্রো ডেয়ারি মামলায় পি চিদম্বরমের (P Chidambaram) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিক্ষোভ আন্দোলন গড়ে তোলা । এভাবে সিস্টেমের বিরুদ্ধে কাজ করা নিয়ে নিজেকে গ্যালিলিওর সঙ্গে তুলনা টানলেন 'ন্যাড়া' কৌস্তভ বাগচী ।
তিনি বলেন, "গ্যালিলিও-র কথা সকলেই জানেন । তিনি নিজের বক্তব্যে অনড় ছিলেন । পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে তা বিজ্ঞানে প্রমাণিত । অথচ, গ্যালিলিওকে বন্দি করা হয় । তাই, যারা সমালোচনা করছে, করুক । আমার কিছু যায় আসে না । আমি নিজের লক্ষ্যে ঠিক আছি ।"
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম যুব নেতা তথা দুঁদে আইনজীবী কৌস্তভ বাগচী । মা শিউলি বাগচির আদর্শে স্কুল জীবন থেকে কংগ্রেসের সঙ্গে । তিনি বলেন, "মায়ের আদর্শে ক্লাস সিক্সে প্রথম পথসভায় বক্তব্য রাখা । সাউথ কলকাতা ল কলেজে পড়াশোনার সময় ছাত্র পরিষদ । তারপর যুব কংগ্রেসের প্রতিনিধি ।"
আর আজ তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী নেতা । যদিও তিনি এআইসিসি-র সদস্য নন । সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস থেকে এআইসিসি তালিকায় সদস্য তালিকায় স্থান না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি । ফেসবুকে লেখেন, "সম্মানের সঙ্গে দল করাটা দিন দিন কঠিন হয়ে উঠছে । আমার পক্ষে স্তাবকতা সম্ভব নয়, খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব ।"
যা নিয়ে কম শোরগোল পড়েনি । তবে, এই প্রেক্ষিতে কী দলীয় কোনও পদ পাবেন তিনি ? উত্তরে কৌস্তভ বলেন, ‘‘আমি নিজের জন্য বিদ্রোহ ঘোষণা করিনি । আমার মতো অনেক যোগ্য নেতাই বাদ পড়েছেন । খোঁজ নিলে জানতে পারবেন আমি কখনোই দলীয় পদের জন্য কংগ্রেস করিনি ।"
তবে তাঁর এই ধরনের প্রতিবাদ নতুন নয় ৷ মেট্রো ডেয়ারি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhury) ৷ সেই মামলায় রাজ্য সরকারের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করতে আসেন জাতীয় কংগ্রেস নেতা পি চিদম্বরম । সেই সময় কার্যত তাড়িয়ে পি চিদম্বরমকে হাইকোর্ট ত্যাগ করতে বাধ্য করেন কৌস্তভ বাগচী । যা নিয়ে কৌস্তভের বক্তব্য, " আমি ছোটবেলা থেকেই এমনই । অন্যায়ের বিরুদ্ধে । তাই, কাউকেই ছাড়িনি । ছেড়ে দেওয়ার পাত্র নই ।"
আবার গত এক বছরে একাধিক মামলায় রাজ্যের বিরুদ্ধে সওয়াল করে সিবিআই তদন্ত চেয়েছেন আদালতে ৷ ঝালদার তপন কান্দু খুন, বীরভূম বগটুইয়ের গণহত্যা মামলাতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ সেই মামলাগুলিতে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কৌস্তভ ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরব হওয়া, তার জেরে গ্রেফতার হয়ে অনেক বেশি প্রচারের আলোয় চলে এসেছেন কংগ্রেসের এই তরুণ তুর্কি ৷ এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কৌস্তভ ৷ তাঁর কথায়, "কে আমাকে চিনল, কে চিনল না তা নিয়ে মাথাব্যাথা নেই । তাই, মমতার জন্যই আজ পরিচিতি বৃদ্ধি পেয়েছে বলে মনে করি না ।"
আরও পড়ুন: 'মমতাকে উৎখাত না-করা পর্যন্ত ন্যাড়াই থাকব', জামিনের পর চুল কেটে বললেন কৌস্তভ