কলকাতা, 22 সেপ্টেম্বর: মধ্য কলকাতার মধ্যে কলেজ স্কোয়ারের পুজো অন্যতম (Durga Puja 2022) । প্রতিবছরই নতুনত্ব নিয়ে হাজির হয় তারা । এ বছর 75 তম বর্ষ তাদের ৷ প্লাটিনাম জুবিলী বর্ষে সর্বধর্ম সমন্বয়ে শান্তির বার্তা দিতে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদল তৈরি করা হচ্ছে কলেজ স্কোয়ারের মণ্ডপ ।
পুজো মণ্ডপের বাইরেটা বৃন্দাবনের প্রেম মন্দিরের রূপ দেওয়া হচ্ছে । আর ভিতরের অংশ তুলে ধরা হচ্ছে রাজবাড়ির আদলে । যেখানে অগণিত ছোট ছোট আয়নায় আলোর রোশনাই ফুটে উঠবে ৷ 1200 ফুটের ঝাড়বাতি বসানো হচ্ছে । কৃত্রিম এই ঝাড়বাতি দেশের অন্য কোথাও এত বড় আকারে তৈরি করা হয়নি বলেই দাবি করেন শিল্পী অরুণকুমার বিশ্বাস ।
শুধু তাই নয়, মণ্ডপটা এমনভাবে তৈরি করা হচ্ছে যে ভিতরে যে অংশেই দর্শক দাঁড়াক না কেন সেখান থেকেই মা দুর্গা-সহ অন্যান্য দেবদেবীদের চাক্ষুষ করতে পারবেন । হাজারো ভিড়ের মধ্যে মণ্ডপের ক্ষুদ্র অংশ থেকে ছোট ছোট আয়নায় মা দুর্গা সপরিবারে ধরা দেবেন । একইভাবে মণ্ডপের ভিতরে যদি একসঙ্গে 100 লোক প্রবেশ করে তা হঠাৎ করেই 500 বা 1000 লোক উপস্থিত হয়েছে বলেই মনে হবে (College Square Durga Puja theme 2022) ।
শিল্পী অরুণকুমার বিশ্বাস বলেন, "রাজবাড়ির আদলে মণ্ডপের ভিতরের অংশটা রূপায়ন করতে গিয়ে বহু কাচ বা আয়না ব্যবহার করা হয়েছে । যে আয়নায় হাজারো মানুষের প্রতিবিম্ব ভেসে উঠবে । মণ্ডপের ভিতরে মনে হবে হাজার হাজার দর্শক মা দুর্গাকে চাক্ষুষ করতে এসেছেন ।"
আরও পড়ুন: দর্শকদের ভাবাতেই এবার মুখে কুলুপ এটেছে বেলেঘাটা 33 পল্লি
কলেজ স্কোয়ার দুর্গোৎসব কমিটির (College Square Sarbojanin Durgotsab Committee) মুখ্য সংগঠক বিকাশ মজুমদার বলেন, "আমাদের পুজোর এবার 75তম বর্ষ । এই 75তম বর্ষে বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকরণে মণ্ডপ করা হচ্ছে । যেখানে সর্বধর্ম সমন্বয়ে শান্তির বার্তা পৌঁছবে । আলোর রোশনাইয়ে বিভিন্ন মনীষীদের ফুটিয়ে তোলা হবে । কলেজ স্কোয়ারের জলাধারে নানানরকম আলোয় ফুটিয়ে তোলা হবে বিভিন্ন জিনিস ৷ বাচ্চা দর্শনার্থীদের জন্য থাকছে খেলাধূলার প্রতিযোগিতা ।"