ETV Bharat / state

স্বাধীনতার পর প্রথমবার টানা 11 দিন বন্ধ হচ্ছে কফি হাউজ় - coffee house

1946-এ গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় বন্ধ হয়েছিল কফি হাউজ় ৷ তাও 1-2দিন ৷ এবার ফের কোরোনার জেরে বন্ধ হতে চলেছে কফি হাউজ় ৷ স্বাধীনতার পর এই প্রথম টানা 11দিনের জন্য বন্ধ থাকবে কলকাতার এই ঐতিহ্যটি ৷

কফি হাউজ়
কফি হাউজ়
author img

By

Published : Mar 20, 2020, 10:31 PM IST

Updated : Mar 20, 2020, 10:36 PM IST

কলকাতা, 20 মার্চ : কফি হাউজ়ের আড্ডাটা সত্যিই বন্ধ হচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জনতা কারফিউ ঘোষণা করেছেন ৷ তার আগের দিন অর্থাৎ আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে কফি হাউজ় । কোরোনার জেরে শহরের ঐতিহ্যের অংশ কফি হাউজ় আগামীকাল থেকে 31 মার্চ পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে । আজ কফিহাউস কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে একটি নোটিস দিয়ে এই খবর জানানো হয়েছে । 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় সাময়িকভাবে কফি হাউজ় বন্ধ হলেও স্বাধীনতার পর এই প্রথম টানা 11দিনের জন্য বন্ধ করা হচ্ছে কফি হাউজ় ৷

কফি হাউজ় সূত্রে খবর, কোরোনা ভাইরাসের জেরে সরকারি নির্দেশিকায় সমস্ত বড় ধরনের জমায়েতের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে । এরপরই কফি হাউজ় কো-অপারেটিভ সোসাইটি বৈঠকে বসেন । সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, যেহেতু কফি হাউজ়ে সব সময়ই বড় জমায়েত হয় । তাই কফি হাউজ় বন্ধ থাকাটা খুব জরুরি । জমায়েত এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কফি হাউজ় কতৃপক্ষ ও কনজ়িউমার ফোরামের মধ্যে এই বৈঠক হয় । এরপরই আজ কফি হাউজ়ের গেটের বাইরে এই নোটিস দেওয়া হয় ।

কলকাতা
কফি হাউজ় কর্তৃপক্ষের দেওয়া নোটিস

কফি হাউজ় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, "শহরে সব ধরনের জমায়েতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে । কলকাতায় সব সিনেমা হল, শপিং মল বন্ধ রাখা হয়েছে । তাই আমরাও কফি হাউজ় বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম ।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার কোরোনা রুখতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার দেশজুড়ে 'জনতা কারফিউ'-এর আবেদন জানিয়েছিলেন । আজ ফের কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্স করেন । সেখানে বিপর্যয় রুখতে কেন্দ্রীয় সরকার সবরকম সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিয়েছে ।

কলকাতা, 20 মার্চ : কফি হাউজ়ের আড্ডাটা সত্যিই বন্ধ হচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জনতা কারফিউ ঘোষণা করেছেন ৷ তার আগের দিন অর্থাৎ আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে কফি হাউজ় । কোরোনার জেরে শহরের ঐতিহ্যের অংশ কফি হাউজ় আগামীকাল থেকে 31 মার্চ পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে । আজ কফিহাউস কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে একটি নোটিস দিয়ে এই খবর জানানো হয়েছে । 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় সাময়িকভাবে কফি হাউজ় বন্ধ হলেও স্বাধীনতার পর এই প্রথম টানা 11দিনের জন্য বন্ধ করা হচ্ছে কফি হাউজ় ৷

কফি হাউজ় সূত্রে খবর, কোরোনা ভাইরাসের জেরে সরকারি নির্দেশিকায় সমস্ত বড় ধরনের জমায়েতের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে । এরপরই কফি হাউজ় কো-অপারেটিভ সোসাইটি বৈঠকে বসেন । সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, যেহেতু কফি হাউজ়ে সব সময়ই বড় জমায়েত হয় । তাই কফি হাউজ় বন্ধ থাকাটা খুব জরুরি । জমায়েত এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কফি হাউজ় কতৃপক্ষ ও কনজ়িউমার ফোরামের মধ্যে এই বৈঠক হয় । এরপরই আজ কফি হাউজ়ের গেটের বাইরে এই নোটিস দেওয়া হয় ।

কলকাতা
কফি হাউজ় কর্তৃপক্ষের দেওয়া নোটিস

কফি হাউজ় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, "শহরে সব ধরনের জমায়েতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে । কলকাতায় সব সিনেমা হল, শপিং মল বন্ধ রাখা হয়েছে । তাই আমরাও কফি হাউজ় বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম ।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার কোরোনা রুখতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার দেশজুড়ে 'জনতা কারফিউ'-এর আবেদন জানিয়েছিলেন । আজ ফের কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্স করেন । সেখানে বিপর্যয় রুখতে কেন্দ্রীয় সরকার সবরকম সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিয়েছে ।

Last Updated : Mar 20, 2020, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.