ETV Bharat / state

পঞ্চাশোর্ধ্ব কো-মরবিড ব্যক্তিদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে চতুর্থ দফায়

কোরোনার টিকাকরণের কাজ শুরু হচ্ছে 16 জানুযারি থেকে ৷ প্রথম দফায় কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে । কোরোনার ভ্যাকসিন প্রাপকদের তালিকায় চতুর্থ দফায় রয়েছে 50 থেকে 70 বছর বয়সি কো-মর্বিডিট ব্যক্তিরা।

corona vaccine
কোরোনা ভ্যাকসিন
author img

By

Published : Jan 11, 2021, 9:07 AM IST

Updated : Jan 11, 2021, 2:00 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: 16 জানুয়ারি থেকে কোরোনার টিকাকরণের কথা ঘোষণা করা হয়েছে । প্রথমে যাদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে ইতিমধ্যেই তার তালিকা তৈরি করেছে রাজ্য় সরকার। কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। কোরোনার ভ্যাকসিন প্রাপকদের তালিকায় চতুর্থ দফায় রয়েছে 50 থেকে 70 বয়সের কো-মরবিড ব্যক্তিরা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কলকাতা পৌরনিগম ইতিমধ্যেই শহর জুড়ে শুরু করেছে সমীক্ষা। প্রাথমিকভাবে তিন দফায় দেওয়া হবে কোরোনা ভ্যাকসিনের টিকা। চতুর্থ দফায় 50 থেকে 70 বয়সের কো-মরবিড ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে।

অতীন ঘোষ
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, কোরোনা যোদ্ধাদের প্রথম সারিতে রাখা হয়েছে ৷ এরপর 50 থেকে 70 বছর বয়সের কো-মরবিড থাকা ব্যক্তিদের কোরোনা ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে শহরজুড়ে সমীক্ষা করছে পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা। 72 থেকে 80 বছরের মধ্যে যাদের ডায়াবেটিস বা হার্টের সমস্যা রয়েছে তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। এখনো পর্যন্ত সমীক্ষায় দেড় লাখ কো-মরবিড ব্যক্তির নাম তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এখনও সমীক্ষা সম্পুর্ণ হয়নি। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ পেলে দ্বিতীয় দফায় সমীক্ষার কাজ শুরু হবে।

আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন বহনের গাইডলাইন দিল ডিজিসিএ

এখনও পর্যন্ত কো-মরবিড তালিকার সমীক্ষার 30 লাখ কাছাকাছি মানুষের থেকে তথ্য সংগ্রহ করেছে কলকাতা পৌরনিগম। কিন্তু শহরের প্রায় আরও 20 লাখ মানুষ বাদ পড়ে গেছে এই সমীক্ষা থেকে। অস্থায়ী কর্মীদের গাফিলতিতেই সম্পূর্ণ সমীক্ষা হয়নি বলে জানি গিয়েছে । তাই আগামীদিনে দ্বিতীয় দফায় অসম্পূর্ণ সমীক্ষার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন অতীনবাবু । অনেকক্ষেত্রেই বহুতল আবাসনগুলিতে পৌরনিগমের অস্থায়ী কর্মীরা প্রবেশ করতে পারেননি। তাই অসম্পূর্ণ রয়েছে সমীক্ষার কাজ।

কলকাতা, 11 জানুয়ারি: 16 জানুয়ারি থেকে কোরোনার টিকাকরণের কথা ঘোষণা করা হয়েছে । প্রথমে যাদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে ইতিমধ্যেই তার তালিকা তৈরি করেছে রাজ্য় সরকার। কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। কোরোনার ভ্যাকসিন প্রাপকদের তালিকায় চতুর্থ দফায় রয়েছে 50 থেকে 70 বয়সের কো-মরবিড ব্যক্তিরা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কলকাতা পৌরনিগম ইতিমধ্যেই শহর জুড়ে শুরু করেছে সমীক্ষা। প্রাথমিকভাবে তিন দফায় দেওয়া হবে কোরোনা ভ্যাকসিনের টিকা। চতুর্থ দফায় 50 থেকে 70 বয়সের কো-মরবিড ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে।

অতীন ঘোষ
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, কোরোনা যোদ্ধাদের প্রথম সারিতে রাখা হয়েছে ৷ এরপর 50 থেকে 70 বছর বয়সের কো-মরবিড থাকা ব্যক্তিদের কোরোনা ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে শহরজুড়ে সমীক্ষা করছে পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা। 72 থেকে 80 বছরের মধ্যে যাদের ডায়াবেটিস বা হার্টের সমস্যা রয়েছে তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। এখনো পর্যন্ত সমীক্ষায় দেড় লাখ কো-মরবিড ব্যক্তির নাম তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এখনও সমীক্ষা সম্পুর্ণ হয়নি। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ পেলে দ্বিতীয় দফায় সমীক্ষার কাজ শুরু হবে।

আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন বহনের গাইডলাইন দিল ডিজিসিএ

এখনও পর্যন্ত কো-মরবিড তালিকার সমীক্ষার 30 লাখ কাছাকাছি মানুষের থেকে তথ্য সংগ্রহ করেছে কলকাতা পৌরনিগম। কিন্তু শহরের প্রায় আরও 20 লাখ মানুষ বাদ পড়ে গেছে এই সমীক্ষা থেকে। অস্থায়ী কর্মীদের গাফিলতিতেই সম্পূর্ণ সমীক্ষা হয়নি বলে জানি গিয়েছে । তাই আগামীদিনে দ্বিতীয় দফায় অসম্পূর্ণ সমীক্ষার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন অতীনবাবু । অনেকক্ষেত্রেই বহুতল আবাসনগুলিতে পৌরনিগমের অস্থায়ী কর্মীরা প্রবেশ করতে পারেননি। তাই অসম্পূর্ণ রয়েছে সমীক্ষার কাজ।

Last Updated : Jan 11, 2021, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.