কলকাতা, 18 জানুয়ারি: সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, তাঁর স্পষ্ট বক্তব্য সরকারি কাজে ঢিলেমি বরদাস্ত নয় ৷ বুধবার মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কাজ না করলে চরম পদক্ষেপ করা হবে ৷ প্রয়োজনে বরখাস্তের মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে ৷ তিনি যে অফিসারদের কাজে চরম অসন্তুষ্ট, তাও বুঝিয়ে দিয়েছেন ৷ কাজ না করলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে ৷
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী 20 তারিখ থেকে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন ৷ সেই কর্মসূচি ঠিকঠাক সম্পাদনের জন্য নবান্নে জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই বৈঠকে বিভিন্ন দফতরের আমলারাও উপস্থিত ছিলেন ৷ এখানে কাজকর্ম নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন তিনি ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "অনেকেই ঠিকমতো কাজ করছেন না। ফলে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে ৷"
রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়েছে ৷ এরপরেও বহু মানুষ সরকারি পরিষেবা নিয়ে অভাব-অভিযোগ করেছে ৷ এই অবস্থায় মুখ্যমন্ত্রী মনে করছেন, সরকারি আধিকারিকদের অনেকেই ঠিকমতো কাজ করছেন না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা পুলিশ ও আমলাদের নির্দিষ্ট রুল মেনে কাজ করতে হয় ৷ সেই রুলে স্পষ্ট বলা আছে, ঠিক করে কাজ না করলে তাঁদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া যায় ৷ যদি কোনও অফিসার রুল অনুযায়ী কাজ না করেন, তবে চরম ব্যবস্থা নেবে সরকার ৷"
তিনি আরও জানিয়েছেন, সরকারি কর্মচারীরা ঠিকমতো কাজ না-করার কারণে সরকারকে জনসংযোগ কর্মসূচি চালু করতে হচ্ছে ৷ এই কর্মসূচি চলাকালীন কোনও ছুটি নেওয়া যাবে না ৷ ওই সময় সোম থেকে শনি এই কর্মসূচি চলবে ৷ তখন কেউ ছুটি পাবেন না ৷ এই সময় শনিবারের ছুটিও কেউ পাবেন না ৷ এমনকী ডিউটি লিভেও মঞ্জুরি দেওয়া হবে না ৷
এদিন প্রায় আধঘণ্টা ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে জল প্রকল্পের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মমতা ৷ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় জল প্রকল্পের নামে পাইপ ফেলে রাখা হচ্ছে ৷ কিন্তু মাসের পর মাস কাজ এক চুলও এগোচ্ছে না ৷ জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা ৷
আরও পড়ুন: