ETV Bharat / state

Mamata Banerjee: রব্বানিকে সরিয়ে সংখ্যালঘু দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী - Mamata Banerjee

গোলামের কাজে অসন্তুষ্ট ৷ সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিজের কাছেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Minority Affairs Department) ৷ প্রতিমন্ত্রীর দায়িত্বে তাজমূল হোসেন ৷

ETV Bharat
গোলাম রব্বানি ও মমতা বন্দ্যোপাধ্যা
author img

By

Published : Mar 27, 2023, 10:08 PM IST

কলকাতা, 27 মার্চ: রাজ্যের সংখ্যালঘু দফতর থেকে সরিয়ে মন্ত্রী গোলাম রব্বানিকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত মুখ্যমন্ত্রী নিজেই সংখ্যালঘু দফতরের দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে । আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমূল হোসেন (Tajmul Hossain)। সূত্র মারফত জানা গিয়েছে, গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট হয়েই এই সিদ্ধান্ত মমতার ৷ সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার নিয়ে এমনিতেই চিন্তিত ছিলেন তিনি । তাই পঞ্চায়েত নির্বাচনের মুখে গোলাম রব্বানির অপসারণের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

রাজনৈতিক মহলের মতে, আমতার ছাত্র নেতা আনিশ খানের মৃত্যু এবং সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একাংশের মনে চাপা অসন্তোষ জমা বাঁধতে শুরু করেছিল । সেই তথ্য প্রকাশ্যে মানতে না-চাইলেও রাজ্য সরকার যে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিতেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক সিদ্ধান্তে স্পষ্ট । মুখ্যমন্ত্রী শুধু সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন এমন নয়, একই সঙ্গে রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন । যা এদিন রাজ্য মন্ত্রিসভায় পাস হয়ে গিয়েছে । সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি তাঁর সহযোগী মন্ত্রীদের জানান । সেই সময় মন্ত্রিসভার ওই বৈঠকে উপস্থিত ছিলেন গোলাম রব্বানি । জানা গিয়েছে, তিনি নিজেই মন্ত্রিসভায় জানিয়ে দেন, আগামিদিনে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু দফতরের দায়িত্ব সামলাবেন । উল্লেখ্য, কিছুদিন আগে সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস । যে বিধানসভা এতদিন বাম-কংগ্রেস শূন্য ছিল, সেখানে এখন কংগ্রেসের নতুন বিধায়ক হয়েছেন বাইরন । সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের মতো একটি এলাকা যেখানে প্রায় 64 শতাংশ সংখ্যালঘু ভোটার, সেখানে তৃণমূলের হার নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে । তারপরেই মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্ত প্রকাশ্যে এল । এখন দেখার আগামী পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাব পড়ে কি না ।

আরও পড়ুন : সংখ্যালঘু বৃত্তির টাকা গায়েবের ঘটনায় কেন্দ্রের গাফিলতি, অভিযোগ গোলাম রব্বানির

কলকাতা, 27 মার্চ: রাজ্যের সংখ্যালঘু দফতর থেকে সরিয়ে মন্ত্রী গোলাম রব্বানিকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত মুখ্যমন্ত্রী নিজেই সংখ্যালঘু দফতরের দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে । আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমূল হোসেন (Tajmul Hossain)। সূত্র মারফত জানা গিয়েছে, গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট হয়েই এই সিদ্ধান্ত মমতার ৷ সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার নিয়ে এমনিতেই চিন্তিত ছিলেন তিনি । তাই পঞ্চায়েত নির্বাচনের মুখে গোলাম রব্বানির অপসারণের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

রাজনৈতিক মহলের মতে, আমতার ছাত্র নেতা আনিশ খানের মৃত্যু এবং সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একাংশের মনে চাপা অসন্তোষ জমা বাঁধতে শুরু করেছিল । সেই তথ্য প্রকাশ্যে মানতে না-চাইলেও রাজ্য সরকার যে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিতেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক সিদ্ধান্তে স্পষ্ট । মুখ্যমন্ত্রী শুধু সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন এমন নয়, একই সঙ্গে রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন । যা এদিন রাজ্য মন্ত্রিসভায় পাস হয়ে গিয়েছে । সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি তাঁর সহযোগী মন্ত্রীদের জানান । সেই সময় মন্ত্রিসভার ওই বৈঠকে উপস্থিত ছিলেন গোলাম রব্বানি । জানা গিয়েছে, তিনি নিজেই মন্ত্রিসভায় জানিয়ে দেন, আগামিদিনে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু দফতরের দায়িত্ব সামলাবেন । উল্লেখ্য, কিছুদিন আগে সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস । যে বিধানসভা এতদিন বাম-কংগ্রেস শূন্য ছিল, সেখানে এখন কংগ্রেসের নতুন বিধায়ক হয়েছেন বাইরন । সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের মতো একটি এলাকা যেখানে প্রায় 64 শতাংশ সংখ্যালঘু ভোটার, সেখানে তৃণমূলের হার নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে । তারপরেই মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্ত প্রকাশ্যে এল । এখন দেখার আগামী পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাব পড়ে কি না ।

আরও পড়ুন : সংখ্যালঘু বৃত্তির টাকা গায়েবের ঘটনায় কেন্দ্রের গাফিলতি, অভিযোগ গোলাম রব্বানির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.