কলকাতা, 28 সেপ্টেম্বর: বার্সেলোনাতেই পিছলে পড়ে পায়ে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে টেলিফোনিক বার্তায় এই কথাই জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ।
গত শনিবার বিদেশ সফর থেকে কলকাতায় ফেরার পরই আচমকা এসএসকেএমে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এমআরআইও হয় মুখ্যমন্ত্রীর। চিকিৎসকরা সেসময় আগামী 10 দিন মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তখনও কারও জানা ছিল না কখন এবং কীভাবে চোট লেগেছিল মুখ্যমন্ত্রীর। অবশেষে বুধবার সে বিষয়টি নিজেই সংবাদমাধ্যমকে জানালেন মমতা।
বুধবার সেই সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হওয়ার কথাও ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু চোটের কারণে তিনি সেই অনুষ্ঠানে হাজির হতে পারেননি। এই অবস্থাতে, কোনও মারফত তিনি জানিয়েছেন, পুরনো চোট বড় ভোগাচ্ছে তাঁকে। বিদেশ সফরে থাকাকালীন বার্সেলোনাতে অসাবধানতাবশত পা পিছলে যায় মুখ্যমন্ত্রীর। ফলে পুরনো ক্ষত স্থানেই আবার চোট পান তিনি। তবে কাউকে কিছু বুঝতে দেননি সে বিষয়ে। ব্যথা নিয়েই কাজ চালিয়ে যান। অবশেষে দেশে ফিরে ডাক্তার দেখান মুখ্যমন্ত্রী। করান এমআরআই-ও। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তাঁর সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজভবনের পুলিশি নজরদারির অভিযোগ, কী বলছে রাজনৈতিক মহল ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বার্সেলোনা স্টেডিয়াম যখন আমি দেখতে যাই তখন একটা স্কিড হয়। সবটাই অসাবধাবশতই হয়। এমআরআই করতে গিয়ে পরে এসব ধরা পড়ল।" তিনি আরও বলেন, "34 বছর ধরে রাজনৈতিক একাধিক আন্দোলন করতে গিয়ে না না সময় আমি মার খেয়েছি। এই ক্ষতগুলি বিভিন্ন সময় আমাকে কষ্ট দেয়।" তিনি আরও বলেন, "আমার এই চোটটা সেরে উঠতে হয়তো কিছুদিন সময় লাগবে। তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।"
এর আগে, রাজ্যে বিধানসভা ভোটের সময় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ পায়ে প্লাস্টার নিয়েই তিনি সেসময় অবশ্য গোটা রাজ্যে প্রচারে করেছিলেন ৷ তারপর ফের সেই পায়ের আঘাতে ভোগেন মুখ্যমন্ত্রী ৷ এবার বার্সেলোনা গিয়ে ফের চোট পেলেন তিনি ৷