ETV Bharat / state

Kolkata ISKCON Rath Yatra 2022: কলকাতার ইসকনে রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী

author img

By

Published : Jul 1, 2022, 9:08 PM IST

Updated : Jul 1, 2022, 9:59 PM IST

কলকাতার ইসকন মন্দিরে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Kolkata ISKCON Rath Yatra 2022)৷ রথের সঙ্গে বেরোল বর্ণাঢ্য শোভাযাত্রা ৷

kolkata
কলকাতার ইসকন মন্দিরে রথযাত্রা

কলকাতা, 1 জুলাই: মঙ্গল আরতি করে শুক্রবার ইসকনের 51তম রথযাত্রার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee inaugurated Rath Yatra at ISKCON in Kolkata)। এদিন দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ টলিউড অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হন অ্যালবার্ট রোডে । সব রীতি-রেওয়াজ মানার পর মুখ্যমন্ত্রী রথের সামনে চন্দন গুঁড়ো ও ফুল ছড়িয়ে রশিতে টান দেন । সঙ্গে ছিলেন নুসরত, সোহম ও আরও অনেকে ৷

mamata banerjee
রথ টানার আগে মঙ্গলারতি করছেন মুখ্যমন্ত্রী

তিনটি রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেন মাসির বাড়ি । ইসকন থেকে রথ বেরিয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস, হাজরা, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গি, এক্সাইড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেডে পৌঁছয় । সেখানে জগন্নাথের মাসির বাড়ি আদলে প্রতীকী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে । সেখানেই আপাতত থাকবে রথ ।

kolkata ISKCON
ইসকন মন্দিরে রাধাকৃষ্ণের আরতি করলেন মুখ্যমন্ত্রী

দু'বছর পর রথযাত্রা উপলক্ষে এবার বসেছে রথের মেলা । আগামী আটদিন ব্রিগেডেই দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রি ন’টা পর্যন্ত আট দিন ধরে থাকবে রথ ও মেলা ৷ এরপর উল্টোরথের দিন ফের ইসকন মন্দিরে ফিরিয়ে আনা হবে তিন ভাইবোনকে ৷

কলকাতার ইসকন মন্দিরের রথের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা

আরও পড়ুন : কলকাতার মন্দিরে জগন্নাথদেবের প্রিয় ভোগ, রাঁধুনি পুরীর পাণ্ডা

কলকাতা, 1 জুলাই: মঙ্গল আরতি করে শুক্রবার ইসকনের 51তম রথযাত্রার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee inaugurated Rath Yatra at ISKCON in Kolkata)। এদিন দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ টলিউড অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হন অ্যালবার্ট রোডে । সব রীতি-রেওয়াজ মানার পর মুখ্যমন্ত্রী রথের সামনে চন্দন গুঁড়ো ও ফুল ছড়িয়ে রশিতে টান দেন । সঙ্গে ছিলেন নুসরত, সোহম ও আরও অনেকে ৷

mamata banerjee
রথ টানার আগে মঙ্গলারতি করছেন মুখ্যমন্ত্রী

তিনটি রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেন মাসির বাড়ি । ইসকন থেকে রথ বেরিয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস, হাজরা, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গি, এক্সাইড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেডে পৌঁছয় । সেখানে জগন্নাথের মাসির বাড়ি আদলে প্রতীকী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে । সেখানেই আপাতত থাকবে রথ ।

kolkata ISKCON
ইসকন মন্দিরে রাধাকৃষ্ণের আরতি করলেন মুখ্যমন্ত্রী

দু'বছর পর রথযাত্রা উপলক্ষে এবার বসেছে রথের মেলা । আগামী আটদিন ব্রিগেডেই দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রি ন’টা পর্যন্ত আট দিন ধরে থাকবে রথ ও মেলা ৷ এরপর উল্টোরথের দিন ফের ইসকন মন্দিরে ফিরিয়ে আনা হবে তিন ভাইবোনকে ৷

কলকাতার ইসকন মন্দিরের রথের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা

আরও পড়ুন : কলকাতার মন্দিরে জগন্নাথদেবের প্রিয় ভোগ, রাঁধুনি পুরীর পাণ্ডা

Last Updated : Jul 1, 2022, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.