ETV Bharat / state

CM Declarers Holidays for Heat Wave: তাপপ্রবাহের জেরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিনের ছুটি ঘোষণা মমতার - Summer Vacation in Advance

গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে 5 দিনের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ গত কয়েকদিন ধরে প্রবল গরমে বিপর্যস্ত জনজীবন। সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে এমনিতেই সংশয়ে ছিলেন অভিভাবকরা ৷ সেদিক থেকে এই ঘোষণা যে তাঁদের স্বস্তি দেবে তা বলাই যায় ৷

CM Declarers Holidays for Heat Wave ETV BHARAT
CM Declarers Holidays for Heat Wave
author img

By

Published : Apr 16, 2023, 1:30 PM IST

Updated : Apr 16, 2023, 5:12 PM IST

কলকাতা, 16 এপ্রিল: বাংলায় প্রচন্ড দাবদাহ চলছে ৷ আর তাই এবার পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে 5 দিনের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই ছুটি ঘোষণা করেছেন তিনি ৷ শনিবার এমনিতেই ঈদের ছুটি রয়েছে ৷ ফলে 23 এপ্রিল রবিবার পর্যন্ত রাজ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷ পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য শিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতেও তাই বলা হয়েছে ৷ আপাতত আগামী এক সপ্তাহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ৷ পরিস্থিতি বিচার করে পরবর্তী ঘোষণা করবে সরকার ৷

উল্লেখ্য, আবহাওয়া দফতর এখনই বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দিতে পারছে না ৷ এই অবস্থায় রবিবার রাজ্য সরকারের তরফে আগামিকাল থেকে শনিবার পর্যন্ত স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, এই তাপ প্রবাহের মধ্যে স্কুলে যাওয়ার ধকল পড়ুয়ারা নিতে পারছে না ৷ এই অবস্থায় একরকম বাধ্য হয়েই আগামী শনিবার পর্যন্ত সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷

একইসঙ্গে তিনি রাজ্যের বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকেও ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এই সিদ্ধান্ত বিবেচনা করার আবেদন জানিয়েছেন ৷ রাজ্য সরকারের তরফ থেকে রবিবারই এই ছুটির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে ৷ মমতা বলেছেন, ‘‘এই মুহূর্তে গ্রীষ্মের ছুটিটা কিছুটা এগিয়ে আনা হচ্ছে ৷ এখন গ্রীষ্মকালও কিছুটা এগিয়ে এসেছে ৷ তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে যাচ্ছে ৷ এই অবস্থায় আমাদের দেখা উচিত যাতে হিটস্ট্রোকের কারণে মানুষ বিপদে না পড়ে ৷ বেলা 12টা থেকে 4 টে পর্যন্ত সবাইকে আমি বলব রোদ এড়িয়ে চলতে, বেশি করে জল খেতে ৷’’

CM Declarers Holidays for Heat Wave ETV BHARAT
উচ্চশিক্ষা দফতরের জারি করা ছুটির বিজ্ঞপ্তি

আরও পড়ুন: আপাতত তীব্র গরমই সঙ্গী, তবে বৃষ্টির কথা শোনাল হাওয়া অফিস

তিনি এমনও জানান, বেশ কিছু স্কুলের পড়ুয়ারা জানিয়েছে, তাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে এই তাপপ্রবাহের জেরে ৷ পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে ৷ এমনকী অনেক পড়ুয়ার মাথা যন্ত্রণার সমস্যাও দেখা দিয়েছে ৷ এই অবস্থায় রাজ্য সরকার ঝুঁকি নিতে নারাজ বলে এ দিন জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ উল্লেখ্য, তাহপ্রবাহের জেরে রাজ্য শিক্ষা দফতর গরমের ছুটি এগিয়ে আনার কথা জানিয়েছিল ৷ বলা হয়েছিল 2 মে থেকে রাজ্য গরমের ছুটি পড়বে ৷ কিন্তু, গত এক সপ্তাহে রাজ্যের আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে ৷ কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায় পারদ 42 ডিগ্রি ছুঁয়েছে ৷ আবার কোথাও তার থেকেও বেশি তাপমাত্রা ৷

কলকাতা, 16 এপ্রিল: বাংলায় প্রচন্ড দাবদাহ চলছে ৷ আর তাই এবার পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে 5 দিনের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই ছুটি ঘোষণা করেছেন তিনি ৷ শনিবার এমনিতেই ঈদের ছুটি রয়েছে ৷ ফলে 23 এপ্রিল রবিবার পর্যন্ত রাজ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷ পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য শিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতেও তাই বলা হয়েছে ৷ আপাতত আগামী এক সপ্তাহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ৷ পরিস্থিতি বিচার করে পরবর্তী ঘোষণা করবে সরকার ৷

উল্লেখ্য, আবহাওয়া দফতর এখনই বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দিতে পারছে না ৷ এই অবস্থায় রবিবার রাজ্য সরকারের তরফে আগামিকাল থেকে শনিবার পর্যন্ত স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, এই তাপ প্রবাহের মধ্যে স্কুলে যাওয়ার ধকল পড়ুয়ারা নিতে পারছে না ৷ এই অবস্থায় একরকম বাধ্য হয়েই আগামী শনিবার পর্যন্ত সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷

একইসঙ্গে তিনি রাজ্যের বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকেও ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এই সিদ্ধান্ত বিবেচনা করার আবেদন জানিয়েছেন ৷ রাজ্য সরকারের তরফ থেকে রবিবারই এই ছুটির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে ৷ মমতা বলেছেন, ‘‘এই মুহূর্তে গ্রীষ্মের ছুটিটা কিছুটা এগিয়ে আনা হচ্ছে ৷ এখন গ্রীষ্মকালও কিছুটা এগিয়ে এসেছে ৷ তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে যাচ্ছে ৷ এই অবস্থায় আমাদের দেখা উচিত যাতে হিটস্ট্রোকের কারণে মানুষ বিপদে না পড়ে ৷ বেলা 12টা থেকে 4 টে পর্যন্ত সবাইকে আমি বলব রোদ এড়িয়ে চলতে, বেশি করে জল খেতে ৷’’

CM Declarers Holidays for Heat Wave ETV BHARAT
উচ্চশিক্ষা দফতরের জারি করা ছুটির বিজ্ঞপ্তি

আরও পড়ুন: আপাতত তীব্র গরমই সঙ্গী, তবে বৃষ্টির কথা শোনাল হাওয়া অফিস

তিনি এমনও জানান, বেশ কিছু স্কুলের পড়ুয়ারা জানিয়েছে, তাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে এই তাপপ্রবাহের জেরে ৷ পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে ৷ এমনকী অনেক পড়ুয়ার মাথা যন্ত্রণার সমস্যাও দেখা দিয়েছে ৷ এই অবস্থায় রাজ্য সরকার ঝুঁকি নিতে নারাজ বলে এ দিন জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ উল্লেখ্য, তাহপ্রবাহের জেরে রাজ্য শিক্ষা দফতর গরমের ছুটি এগিয়ে আনার কথা জানিয়েছিল ৷ বলা হয়েছিল 2 মে থেকে রাজ্য গরমের ছুটি পড়বে ৷ কিন্তু, গত এক সপ্তাহে রাজ্যের আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে ৷ কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায় পারদ 42 ডিগ্রি ছুঁয়েছে ৷ আবার কোথাও তার থেকেও বেশি তাপমাত্রা ৷

Last Updated : Apr 16, 2023, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.