ETV Bharat / state

পাকিস্তান থেকে ফোন করে তথ্য হাতানোর চেষ্টা, সতর্ক করল CID - CID warns everyone not to receive any calls from +92 number

+92 দিয়ে শুরু হওয়া নম্বর পাকিস্তানের । এমন নম্বর থেকে শুরু হওয়া ফোন ধরতে নিষেধ করল CID ।

গ্রাফিক্স 1
author img

By

Published : Nov 19, 2019, 2:20 PM IST

Updated : Nov 19, 2019, 3:06 PM IST

কলকাতা, 19 নভেম্বর : নেট দুনিয়ায় অত্যন্ত সক্রিয় হয়েছে পাকিস্তানের হ্যাকাররা । তারা ফোন করছে বিভিন্ন ভারতের মোবাইলে । ফোন আসছে পশ্চিমবঙ্গেও । এসবই তথ্য হাতানোর চেষ্টা । ব্যক্তিগত গোপন তথ্য থেকে শুরু করে জাতীয় সুরক্ষার প্রশ্ন এই চেষ্টা রীতিমতো থ্রেট । তাই এ বিষয়ে সাবধান করল CID । দেওয়া হল হেল্পলাইন নম্বরও ।

+92 দিয়ে শুরু নম্বর । সেই নম্বরের ফোন আসছে ভারতীয়দের মোবাইলে । তারপর হাতিয়ে নেওয়া হচ্ছে নানা তথ্য । হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য । এই ফোন ধরলে ফোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে ম্যালওয়ার ব়্যানস্যামওয়ার । তারপর হাতিয়ে নেয়া হচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও । ইতিমধ্যেই এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পেয়েছে CID । আর তারপরই নড়েচড়ে বসেছে ভবানী ভবন । এই ধরনের অপরাধের তদন্ত করতে গিয়ে কোনও লাভ হচ্ছে না । কারণ +92 দিয়ে যে যে নম্বর শুরু হচ্ছে তা পাকিস্তানের । পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও বন্দী প্রত্যর্পণ চুক্তি নেই । সেদেশ থেকে প্রতারক নিয়ে আসা কার্যত অসম্ভব ।

সেই সূত্রেই CID-র তরফে নাগরিকদের সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে । এমন ফোন এলে অভিযোগ জানাতে বলা হয়েছে 14407, 7980124487, 033 2449 0253 এই নম্বরগুলিতে । এক CID আধিকারিক জানান, সবচেয়ে ভালো উপায় হল যে পাকিস্তানের কোড দিয়ে শুরু হচ্ছে সেগুলি না ধরা । ধরলেই বিপদ ।

কলকাতা, 19 নভেম্বর : নেট দুনিয়ায় অত্যন্ত সক্রিয় হয়েছে পাকিস্তানের হ্যাকাররা । তারা ফোন করছে বিভিন্ন ভারতের মোবাইলে । ফোন আসছে পশ্চিমবঙ্গেও । এসবই তথ্য হাতানোর চেষ্টা । ব্যক্তিগত গোপন তথ্য থেকে শুরু করে জাতীয় সুরক্ষার প্রশ্ন এই চেষ্টা রীতিমতো থ্রেট । তাই এ বিষয়ে সাবধান করল CID । দেওয়া হল হেল্পলাইন নম্বরও ।

+92 দিয়ে শুরু নম্বর । সেই নম্বরের ফোন আসছে ভারতীয়দের মোবাইলে । তারপর হাতিয়ে নেওয়া হচ্ছে নানা তথ্য । হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য । এই ফোন ধরলে ফোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে ম্যালওয়ার ব়্যানস্যামওয়ার । তারপর হাতিয়ে নেয়া হচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও । ইতিমধ্যেই এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পেয়েছে CID । আর তারপরই নড়েচড়ে বসেছে ভবানী ভবন । এই ধরনের অপরাধের তদন্ত করতে গিয়ে কোনও লাভ হচ্ছে না । কারণ +92 দিয়ে যে যে নম্বর শুরু হচ্ছে তা পাকিস্তানের । পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও বন্দী প্রত্যর্পণ চুক্তি নেই । সেদেশ থেকে প্রতারক নিয়ে আসা কার্যত অসম্ভব ।

সেই সূত্রেই CID-র তরফে নাগরিকদের সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে । এমন ফোন এলে অভিযোগ জানাতে বলা হয়েছে 14407, 7980124487, 033 2449 0253 এই নম্বরগুলিতে । এক CID আধিকারিক জানান, সবচেয়ে ভালো উপায় হল যে পাকিস্তানের কোড দিয়ে শুরু হচ্ছে সেগুলি না ধরা । ধরলেই বিপদ ।

Intro:কলকাতা, ১৯ নভেম্বর: সাবধান! নেট দুনিয়ায় অত্যন্ত সক্রিয় হয়েছে পাকিস্তানের হ্যাকাররা। তারা ফোন করছে বিভিন্ন ভারতের মোবাইলে। ফোন আসছে পশ্চিমবঙ্গেও! এসবই তথ্য হাতানোর চেষ্টা। ব্যক্তিগত গোপন তথ্য থেকে শুরু করে জাতীয় সুরক্ষার প্রশ্ন এই চেষ্টা রীতিমতো থ্রেট। তাই এ বিষয়ে সাবধান বাণী শোনানো সিআইডি। দেওয়া হল হেল্পলাইন নম্বর।
Body:
+৯২ দিয়ে শুরু নম্বর। সেই নম্বরের ফোন আসছে ভারতীয়দের মোবাইলে। তারপর হাতিয়ে নেওয়া হচ্ছে নানা তথ্য। হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যাংক সংক্রান্ত তথ্য। এই ফোন ধরলে ফোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে ম্যালওয়্যার বা র্যানস্যামওয়ার। তারপর হাতিয়ে নেয়া হচ্ছে ব্যাংক সংক্রান্ত তথ্য। ইতিমধ্যেই এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পেয়েছে CID। আর তারপরেই নড়েচড়ে বসেছে ভবানী ভবন। এই ধরনের অপরাধের তদন্ত করতে গিয়ে কোন লাভ হচ্ছে না। কারণ +৯২ দিয়ে যে যে নম্বর শুরু হচ্ছে তার পাকিস্তানের। পাকিস্তানের সঙ্গে ভারতের কোন বন্দী প্রত্যর্পণ চুক্তি নেই। সেদেশ থেকে প্রতারক নিয়ে আসা কার্যত অসম্ভব।
Conclusion:সেই সূত্রেই সিআইডির তরফে নাগরিকদের সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন ফোন এলে অভিযোগ জানাতে বলা হয়েছে 14407, 7980124487, 033 2449 0253 এই নম্বর গুলিতে। এক সিআইডি আধিকারিক জানান, সবচেয়ে ভালো উপায় হল যে পাকিস্তানের কোড দিয়ে শুরু হচ্ছে সেগুলি না ধরা। ধরলেই বিপদ।
Last Updated : Nov 19, 2019, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.