বারাসত, 20 জুন: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে এবার দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তবে, নাম না-করে এই বিষয়ে দলীয় নেতা-বিধায়কদের কটাক্ষ করলেও রাজ্যপাল যে বিজেপির হয়ে কাজ করছেন, তাও মঙ্গলবার সাংবাদিকদের জানালেন তৃণমূল বিধায়ক।
সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে লাগামছাড়া মন্তব্য করেন শাসকদলের একের পর এক নেতা-বিধায়ক। কেউ রাজ্যপালের পোশাক নিয়ে যেমন কটাক্ষ করেছেন তেমনই কেউ আবার 'হরিদাস', 'শকুন' বলেও কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। এমনকী, বিধায়ক মদন মিত্র নির্বাচনে হিংসা নিয়ে রাজভবনে রাজ্যপালের 'পিস রুম'-কে অপরাধীদের 'সেফ রুম' বলেও কটাক্ষ করেছেন
যদিও, রাজ্যপাল-কে নিয়ে তৃণমূলের কড়া অবস্থান কিংবা কুরুচিকর মন্তব্য, কোনওটাই ভালোভাবে নেননি দলেরই তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। মঙ্গলবার বিকেলে বারাসতে রথযাত্রা উপলক্ষে এক কর্মসূচিতে যোগ দিতে আসেন অভিনেতা। সেখানেই দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে রাজ্যপালের হয়ে ব্যাটন ধরেন চিরঞ্জিত।
এই বিষয়ে তিনি বলেন, "আমি যতদূর জানি, রাজ্যপাল একজন সুস্থ, ভদ্র এবং শিক্ষিত লোক। উনি এখন বিজেপির ট্র্যাকে পড়ে ওদের মতো করে চলছেন। তবুও বলব, যারা তাঁর বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাঁরা না জেনেই বলছেন। কিছু লোক রয়েছেন, তাঁরা সবটা বোঝেন না। না বুঝেই বলতে হয় বলে বলছে। কিছু কথা কোনও কোনও সময় বলতে হয়। তাই বলছে।"
এদিকে, রাজ্যপাল নিরপেক্ষ নন বলেও মন্তব্য করেছেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তাঁর কথায়, "প্রথমদিকে উনি অন্যরকম ছিলেন। ওদের সবকথা মেনে নিচ্ছিলেন না। তারপর দেখলেন এভাবে চলবে না। বিজেপির মন্ত্রে দীক্ষিত হয়ে কেন্দ্রীয় সরকারের প্রোটোকল মেনে চলতে শুরু করলেন। বিজেপির চাপেই উনি বদলে গিয়েছেন।"
আরও পড়ুন: রাজভবনে সৌরভ, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে জল্পনা তুঙ্গে
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই রাজ্য-রাজ্যপাল তরজা শুরু হয়েছে ৷ রাজ্য-রাজনীতিতে এই ছবি নতুন নয় ৷ শিক্ষানীতি থেকে অশান্ত ভাঙড়-ক্যানিং পরিদর্শন, সবক্ষেত্রেই শাসক শিবিরের তোপের মুখে পড়েছেন সিভি আনন্দ বোস ৷ এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ উপেক্ষা করেই রাজভবনে মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করেন রাজ্যপাল। মঙ্গলবার সকালে রাজভবনে সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এই অনুষ্ঠান পালিত হয়েছে।