কলকাতা, 20 অক্টোবর: রাজ্যজুড়ে জাল পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় স্তম্ভিত সিবিআই । পাশাপাশি স্তম্ভিত কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলিও । কারণ জানা গিয়েছে, বছরখানেক ধরে রাজ্যের একাধিক জায়গায় জাল পাসপোর্ট বানিয়ে তা তুলে দেওয়া হয়েছে একাধিক সন্দেহভাজনের হাতে । কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সূত্রের খবর, সম্প্রতি প্রায় 70 জনের একটা দল নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে । কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার অনুমান যে, অনুপ্রবেশকারীদের ঢোকানোর নেপথ্যে আইএসআই বা জেএমবি-র মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির হাত থাকলেও থাকতে পারে ।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সন্দেহ, বাংলাদেশ সীমান্তে এই সময় নিরাপত্তা কঠোর । তাছাড়াও এখন অধিকাংশ সীমান্ত এলাকা কাঁটাতারে ঘেরা । কিন্তু সেখানে মাঝেমধ্যে অনুপ্রবেশ হতে পারে । এ ছাড়াও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ কার্যত প্রায় অসম্ভব । সে ক্ষেত্রে নেপাল সীমান্তকে কাজে লাগানোর অভিযোগ উঠছে এক শ্রেণির লোকের বিরুদ্ধে ।
অভিযোগ, সেই সীমান্তের বেড়াজাল পেরিয়ে ভারতের একাধিক অঞ্চলে অনুপ্রবেশ করেছেন একাধিক ব্যক্তি । নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের খোঁজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে । এই বিষয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের খোঁজ চালাচ্ছে অন্যান্য কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিও ।
আরও পড়ুন: জাল পাসপোর্ট চক্রের সন্ধানে নকশালবাড়িতে সিবিআই অভিযান, আটক দুই
সম্প্রতি কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় সিবিআইয়ের একাধিক দল পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে নেমে ওইসব এলাকায় তল্লাশি অভিযান চালায় । মূলত সিকিম ও বাংলার একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর । এই ঘটনায় যুক্ত সন্দেহে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গিয়েছে । আর সেখান থেকেই উঠে এসেছে পাসপোর্ট কেন্দ্রের একাধিক আধিকারিকের যোগসূত্র ।
ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা এনআইএ, কলকাতা পুলিশ ও এসএসবি কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন । সূত্র জানিয়েছে, নেপাল সীমান্তে পাহারার দায়িত্বে এসএসবি কার্যত স্তম্ভিত এমন ঘটনা সামনে আসার পর । তবে এসএসবি-র তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি ।