ETV Bharat / state

বিনয়ের প্রস্তাবে রাজি নয় সিবিআই

আদালত সূত্রে খবর বিনয় মিশ্রের আর্জিতে সম্মতি দিচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এই মামলায় সিবিআই-এর হাতে এসেছে আরও একটি ডায়েরি । মঙ্গলবার মামলার শুনানিতে উল্লেখ করলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আমন লেখি ।

HIGHCOURT
HIGHCOURT
author img

By

Published : Jul 6, 2021, 8:52 PM IST

কলকাতা 6 জুলাই : কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের প্রস্তাব মানতে নারাজ সিবিআই । আগেই মামলার শুনানিতে বিনয় মিশ্র জানিয়েছিলেন সিবিআই যদি তাকে গ্রেফতার না করে তাহলে তিনি দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে তৈরি আছেন । কিন্তু এই প্রস্তাবের সম্মতি দেওয়া হবে কি না সেই বিষয়ে আলোচনার জন্য বেশ কিছুদিন সময় নিয়েছিল সিবিআই ।

আদালত সূত্রে খবর বিনয়ের সেই আর্জিতে সম্মতি দিচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এই মামলায় সিবিআই-এর হাতে এসেছে আরও একটি ডায়েরি । মঙ্গলবার মামলার শুনানিতে উল্লেখ করলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আমন লেখি । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে তিনি বলেন, "বিনয় মিশ্র অনেক বড় ষড়যন্ত্রের যুক্ত । গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হক টাকা পাঠাত বিএসএফ কমান্ড্যান্ট মনোজ সানাকে। সেখান থেকে তার অন্যতম সহযোগী সতীশের মাধ্যমে টাকা যেত বিনয়ের হাতে । বিনয় এদের নিরাপত্তার ব্যবস্থা করত । কারণ পুলিশ প্রশাসন ছিল তাঁর হাতের মুঠোয় ।"

তিনি আরও বলেন ,"এই বিষয়গুলি কেন্দ্রীয় সীমান্তবর্তী নিরাপত্তার সঙ্গে জড়িত । এতে যুক্ত রয়েছে বিএসএফ ও সরকারি একাধিক আধিকারিক । তাই বিষয়টি জাতীয় স্বার্থের বিষয় । সেই জন্যেই সিবিআই এই বিষয়ে তদন্ত করবে ।" এরপর মঙ্গলবারের মত শুনানি শেষ হয় । শুক্রবার ফের শুনানি রয়েছে । সেদিন বিনয় মিশ্রর তরফে বলবেন আইনজীবী অভিষেক মনু সিংভি ।

এর আগে মামলার শুনানিতে সিবিআই জানিয়েছিল বিনয় মিশ্রের দুটির বেশি পাসপোর্ট রয়েছে । দুটো ভোটার আইডি কার্ড রয়েছে । পাশাপাশি তিনি কোথায় আছেন সেটাও স্পষ্ট নয় সিবিআই এর কাছে ‌। এই পরিস্থিতিতে তাঁকে যদি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয় সে ক্ষেত্রে তিনি সহজেই উত্তর এড়িয়ে যেতে পারেন বা ভুল তথ্য দিতে পারেন ।

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের

বিনয়ের মিশ্রের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন ,বিনয় দেশে ফিরতে চাইছেন । তিনি সিবিআই-এর সাথে সহযোগিতা করতে তৈরি । যদি তাঁকে গ্রেফতার না করা হয় । এই ব্যাপারে সিবিআইয়ের মতামত জানানোর জন্য সময় চেয়ে ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল । গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন । সেই আবেদনের শুনানি চলছে ।

কলকাতা 6 জুলাই : কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের প্রস্তাব মানতে নারাজ সিবিআই । আগেই মামলার শুনানিতে বিনয় মিশ্র জানিয়েছিলেন সিবিআই যদি তাকে গ্রেফতার না করে তাহলে তিনি দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে তৈরি আছেন । কিন্তু এই প্রস্তাবের সম্মতি দেওয়া হবে কি না সেই বিষয়ে আলোচনার জন্য বেশ কিছুদিন সময় নিয়েছিল সিবিআই ।

আদালত সূত্রে খবর বিনয়ের সেই আর্জিতে সম্মতি দিচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এই মামলায় সিবিআই-এর হাতে এসেছে আরও একটি ডায়েরি । মঙ্গলবার মামলার শুনানিতে উল্লেখ করলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আমন লেখি । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে তিনি বলেন, "বিনয় মিশ্র অনেক বড় ষড়যন্ত্রের যুক্ত । গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হক টাকা পাঠাত বিএসএফ কমান্ড্যান্ট মনোজ সানাকে। সেখান থেকে তার অন্যতম সহযোগী সতীশের মাধ্যমে টাকা যেত বিনয়ের হাতে । বিনয় এদের নিরাপত্তার ব্যবস্থা করত । কারণ পুলিশ প্রশাসন ছিল তাঁর হাতের মুঠোয় ।"

তিনি আরও বলেন ,"এই বিষয়গুলি কেন্দ্রীয় সীমান্তবর্তী নিরাপত্তার সঙ্গে জড়িত । এতে যুক্ত রয়েছে বিএসএফ ও সরকারি একাধিক আধিকারিক । তাই বিষয়টি জাতীয় স্বার্থের বিষয় । সেই জন্যেই সিবিআই এই বিষয়ে তদন্ত করবে ।" এরপর মঙ্গলবারের মত শুনানি শেষ হয় । শুক্রবার ফের শুনানি রয়েছে । সেদিন বিনয় মিশ্রর তরফে বলবেন আইনজীবী অভিষেক মনু সিংভি ।

এর আগে মামলার শুনানিতে সিবিআই জানিয়েছিল বিনয় মিশ্রের দুটির বেশি পাসপোর্ট রয়েছে । দুটো ভোটার আইডি কার্ড রয়েছে । পাশাপাশি তিনি কোথায় আছেন সেটাও স্পষ্ট নয় সিবিআই এর কাছে ‌। এই পরিস্থিতিতে তাঁকে যদি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয় সে ক্ষেত্রে তিনি সহজেই উত্তর এড়িয়ে যেতে পারেন বা ভুল তথ্য দিতে পারেন ।

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের

বিনয়ের মিশ্রের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন ,বিনয় দেশে ফিরতে চাইছেন । তিনি সিবিআই-এর সাথে সহযোগিতা করতে তৈরি । যদি তাঁকে গ্রেফতার না করা হয় । এই ব্যাপারে সিবিআইয়ের মতামত জানানোর জন্য সময় চেয়ে ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল । গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন । সেই আবেদনের শুনানি চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.