কলকাতা, 30 নভেম্বর: সাতসকালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় সিবিআই ৷ বেশ কয়েকঘণ্টা রাজারহাটের ওই বাড়িতে তল্লাশি চালানোর পর দুপুরের দিকে দেবরাজকে নিয়ে বেরিয়ে যান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷ বাড়ি থেকে বের হওয়ার সময় দেবরাজ জানান, তাঁর অন্য একটি বাড়ি আছে ৷ সেখানেই তিনি তদন্তকারীদের নিয়ে যাচ্ছেন ৷
দেবরাজ চক্রবর্তী বিধাননগর পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর ৷ তিনি বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদও ৷ তাঁর স্ত্রী জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অদিতি মুন্সি ৷ দেবরাজের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ যেমন উঠেছিল, তেমনই পৌর নিয়োগ দুর্নীতিতেও তাঁর নাম উঠে আসে বলে সিবিআই সূত্রে খবর ৷
বৃহস্পতিবার সকালে রাজ্যের একাধিক জায়গায় নিয়োগ দুর্নীতিতে তল্লাশি চালায় সিবিআই ৷ তার মধ্যে দেবরাজের রাজারহাটের বাড়িটিও ছিল ৷ সকাল 9টা নাগাদ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা সেখানে গিয়ে তল্লাশি শুরু করেন ৷ দেবরাজকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার পরই তাঁকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা ৷
বাড়ি থেকে বের হওয়ার সময় দেবরাজ বলেন, ‘‘ঘটনার পুরো তদন্ত হওয়ার পরেই আমি এই নিয়ে মুখ খুলব । সিবিআই-এর কাছে আদালতের নির্দেশ রয়েছে যে তারা আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে পারেন । আমার আর একটা রেসিডেন্স আছে, সেখানে তদন্তকারীদের নিয়ে যাচ্ছি ।’’
উল্লেখ্য, রাজ্যে প্রথম স্কুলে নিয়োগের দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই ৷ সেই তদন্ত চলাকালীন অয়ন শীল নামে এক অভিযুক্তের বাড়িতে তল্লাশির সময় কিছু নথিপত্র উদ্ধার হয় ৷ সেই নথি ঘেঁটে তদন্তকারীরা দেখেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমেও নিয়োগে দুর্নীতি হয়েছে ৷ তার পর পৌর নিয়োগ দুর্নীতির তদন্তও শুরু হয় ৷
সিবিআই সূত্রে খবর, বিধাননগর পৌরনিগমেও নিয়োগে দুর্নীতি হয়েছে বলে কিছু নথি তদন্তকারীরা পেয়েছেন ৷ সেই নথি থেকেই দেবরাজ চক্রবর্তীর নাম উঠে আসে ৷ সেই কারণেই তাঁর বাড়িতে এদিন অভিযান চালানো হয় ৷ তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ৷
আরও পড়ুন: