ETV Bharat / state

ফের রোজ়ভ্যালি মামলার তদন্তকারী অফিসার বদল

প্রথমে এই মামলার তদন্ত করছিলেন ব্রতীন ঘোষাল । তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেপ্তার করেছিলেন । গ্রেপ্তারের পর পরই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ওঠে । তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা । সূত্রের খবর, সেই কারণে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় চোজম শেরপাকে । অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পর এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি ৷ তাই এবার তাঁকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হবে সুরেন্দর মল্লিককে ৷

ফের রোজ়ভ্যালি মামলার তদন্তকারী অফিসার বদল
author img

By

Published : Sep 6, 2019, 5:42 PM IST

Updated : Sep 7, 2019, 5:37 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : ফের বদল করা হচ্ছে রোজ়ভ্যালি মামলার তদন্তকারী অফিসার ৷ সূত্রের খবর, চোজম শেরপাকের বদলে এই মামলার দায়িত্বভার তুলে দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুরেন্দর মল্লিকের হাতে ৷ তাঁর সঙ্গে আসছেন দু'জন DSP পদমর্যাদার অফিসার । এরপর থেকে এই দলই মূলত রোজ়ভ্যালি মামলার তদন্ত চালাবে ।

প্রথমে এই মামলার তদন্ত করছিলেন ব্রতীন ঘোষাল । তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেপ্তার করেছিলেন । গ্রেপ্তারের পর পরই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ওঠে । তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা । সূত্রের খবর, সেই কারণে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় চোজম শেরপাকে । গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নেন চোজম ৷

অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পর এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি ৷ তাই এবার তাঁকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হবে সুরেন্দর মল্লিককে ৷ প্রভাবশালীরা বাইরে ঘুরে বেরাচ্ছেন এই অভিযোগ তুলে সম্প্রতি CBI-এর কাছে চিঠি দেন রোজ়ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ৷ তাঁর অভিযোগের প্রেক্ষিতেই কী শেরপাকে সরানো হল উঠছে সেই প্রশ্ন?

কলকাতা, 6 সেপ্টেম্বর : ফের বদল করা হচ্ছে রোজ়ভ্যালি মামলার তদন্তকারী অফিসার ৷ সূত্রের খবর, চোজম শেরপাকের বদলে এই মামলার দায়িত্বভার তুলে দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুরেন্দর মল্লিকের হাতে ৷ তাঁর সঙ্গে আসছেন দু'জন DSP পদমর্যাদার অফিসার । এরপর থেকে এই দলই মূলত রোজ়ভ্যালি মামলার তদন্ত চালাবে ।

প্রথমে এই মামলার তদন্ত করছিলেন ব্রতীন ঘোষাল । তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেপ্তার করেছিলেন । গ্রেপ্তারের পর পরই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ওঠে । তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা । সূত্রের খবর, সেই কারণে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় চোজম শেরপাকে । গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নেন চোজম ৷

অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পর এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি ৷ তাই এবার তাঁকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হবে সুরেন্দর মল্লিককে ৷ প্রভাবশালীরা বাইরে ঘুরে বেরাচ্ছেন এই অভিযোগ তুলে সম্প্রতি CBI-এর কাছে চিঠি দেন রোজ়ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ৷ তাঁর অভিযোগের প্রেক্ষিতেই কী শেরপাকে সরানো হল উঠছে সেই প্রশ্ন?

Intro:কলকাতা, ৬ অগাস্ট: আবারও পরিবর্তন করা হলো রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার। সরিয়ে দেওয়া হল এই মামলার তদন্তকারী অফিসার চোজম শেরপাকে। সিবিআই সূত্রে খবর, এই মামলার দায়িত্ব ভার দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুরেন্দর মল্লিককে। তার সঙ্গে আসছেন দুজন ডিএসপি পদমর্যাদার অফিসার। এই টিম মূলত রোজভ্যালি মামলার তদন্ত চালাবে এরপর।Body:গত বছর অক্টোবর মাসে সরিয়ে দেওয়া হয় ব্রতীন ঘোষালকে। ব্রতীন এই মামলায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেপ্তার করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ওঠে। সঙ্গে যোগ হয় অসুস্থতা। সূত্রের খবর, সেই কারণে তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় চোজম শেরপাকে। গত অক্টোবর মাসে দায়িত্ব নেন ওই মহিলা অফিসার। অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পরেও এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এমনকি এই বিষয়ে এই মামলার প্রধান অভিযুক্ত গৌতম কুন্ডু বিচারককে চিঠি লেখেন। তার দাবি ছিল, এই মামলার সঙ্গে জড়িত প্রভাবশালীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে শেরপাকে সরিয়ে দেওয়া হল কিনা, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে সিবিআই সূত্রে খবর এই মামলার গতি বাড়াতে আসছেন নতুন তদন্তকারী অফিসার।Conclusion:সিবিআই সূত্রে জানা গেছে, রোজভ্যালি মামলায় নাম পাওয়া বেশ কয়েকজন প্রভাবশালীর। তাদের অবিলম্বে জেরা করে এই মামলার তদন্ত জাল গুটিয়ে আনা প্রয়োজন। সেই সূত্রেই টাফ অফিসার হিসেবে পরিচিত সুরেন্দরকে এই মামলায় দায়িত্বভার দেওয়া হচ্ছে।

Last Updated : Sep 7, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.